• ছত্তিসগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু, আহত একাধিক
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • ছত্তিসগড়ের একটি ইস্পাত কারখানায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্য হয়েছে। অনেক শ্রমিক আহত হয়েছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, ছত্তিসগড়ের বলোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানায় কয়লার চুল্লিতে বিস্ফোরণ হয়। ঘটনার সময়ে একদল শ্রমিক চুল্লির আশেপাশের জায়গা সাফাই করছিলেন। বিস্ফোরণের কারণে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই ঝলসে যান। আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কারখানার একাংশ আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে বলোদা বাজার এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দমকলের গাড়ি পাঠানো হয়। পুলিশ আরও হতাহতের ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকারী দল কারখানার ভিতরে প্রবেশ করে আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, সে ব্যাপারে খোঁজ নিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)