জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু একাধিক সেনা জওয়ানের। কাশ্মীরের ডোডা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনার একটি গাড়ি। বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। একাধিক জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ডোডা জেলায় খান্নি টপে ভাদেরওয়া-চাম্বা রোডের উপর এই দুর্ঘটনা ঘটেছে। পিটিআই সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে।
সেনা ও পুলিশের যৌথ বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পিটিআই সূত্রের খবর, প্রথমে ৪ জনের দেহ উদ্ধার হয়। পরে ৬ জন চিকিৎসা চলাকালীন মারা যান। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০। পিটিআইকে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১১ জন জওয়ান গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ভাদেরওয়া সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সেনা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই গুলমার্গ সেক্টরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২ জন সেনা পোর্টার। সেই গাড়িটিও খাদে পড়ে গিয়েছিল।