• স্ত্রীকে গুলি করে আত্মঘাতী মেরিটাইম অফিসার? যুগলের রহস্যমৃত্যুতে শোরগোল
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • মেরিটাইম অফিসারের রহস্যমৃত্যু। উদ্ধার হয়েছে তাঁর স্ত্রীর গুলিবিদ্ধ দেহ। দুর্ঘটনাটি ঘটেছে আমেদাবাদে। মৃতদের নাম যশরাজসিং গোহিল (৩৩) এবং রাজেশ্বরীবা জাদেজা (৩০)। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন যশরাজসিং। সূত্রের খবর, মাত্র দু'মাস আগে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি ছিল যশরাজসিংয়ের দ্বিতীয় বিয়ে।

    পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে অ্যাম্বুল্যান্স চেয়ে ১০৮ এমার্জেন্সি নম্বরে ফোন করেছিলেন যশরাজসিং। এর পরে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক তাঁর স্ত্রী রাজেশ্বরীবাকে মৃত বলে ঘোষণা করেন। এমার্জেন্সি টিম ফ্ল্যাট ছাড়ার পরে যশরাজসিং গোহিল নিজেকে গুলি করেন বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর, গুজরাট মেরিটাইম বোর্ডের অফিসার ছিলেন যশরাজ। তিনি কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ শক্তিসিং গোহিলের ভাইপো।

    বুধবার রাতে এই যুগল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ডিনারের জন্য। নিজেদের পাসপোর্ট রিনিউ হওয়ার পরে বিদেশ ভ্রমণের পরিকল্পনাও ছিল তাঁদের। কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী যশরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে যশরাজকে চিনি। ও খুব হাসিখুশি থাকত। ও সম্প্রতি মেরিটাইম বোর্ডের পরীক্ষায় পাশ করেছিল এবং UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। স্বামী-স্ত্রী এই সম্পর্কে অত্যন্ত ভালো ছিল।’ তাঁর আরও দাবি, ‘রিভলভার নিয়ে খেলা করার বদভ্যাস ছিল যশরাজের। সেই সময়েই অসাবধানতাবশত ওর রিভলভার থেকে গুলি চলে, যা ওঁর স্ত্রীর গায়ে লাগে। তড়িঘড়ি ও ১০৮-এ ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকে। ওদের টিম যখন পৌঁছয়, সেই সময়ে ওঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। আঘাত পেয়ে ও নিজেকেও গুলি করে।’

    ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ দু’জনের পরিবারের সঙ্গেই কথা বলছে। রিভলভারের লাইসেন্সও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)