মধ্যমগ্রামে একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন। বৃহস্পতিবার দুপুর দু'টো থেকে আড়াইটার মধ্যে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করছেন। কারখানার ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও জানা সম্ভব হয়নি।
মধ্যমগ্রাম বাদু-দীঘবেরিয়া দু' নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। যখন কারখানায় আগুন লাগে, তখন ভিতরে একাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুনের সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যেখানে আগুন লেগেছে, তার পাশেই আরও একটি কারখানা রয়েছে। ওই এলাকাটি বেশ ঘিঞ্জি। জনবসতি রয়েছে, তার সঙ্গেই বেশ কিছু কারখানাও রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে পরপর দু'বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তারপরেই আগুন দেখা গিয়েছে। যেহেতু রঙের কারখানা, ফলে দাহ্য জিনিসে ঠাসা গোটা কারখানা। বিপুল পরিমাণে রাসায়নিকও রয়েছে।
দমকল আধিকারিক অভিজিৎ ঘোষ জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি আগুন নেভাতে বেশ কিছুটা সময় লাগবে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে এই কারখানাতেই আগুন লেগেছিল। সে বার একজন মারা গিয়েছিলেন বলে অভিযোগ। তারপরেও অগ্নিনির্বাপণ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।