ছবি আঁকার জন্য CBI মামলাও হয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৯তম বর্ষের উদ্বোধনী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল এ কথা। নিজের ছবি আঁকা, বই লেখার প্রতিভাগুলি কীভাবে এবং কাদের হাত ধরে বিকশিত হয়েছিল, সে গল্পও তিনি শোনান।
'CBI মামলা হয়েছিল...'
মমতা বন্দ্যোপাধ্যা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এদিন নিজের আঁকা শুরু দিনগুলির কথা বলতে গিয়ে উল্লেখ করেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথা। তিনি বলেন, 'আমায় আঁকায় ইন্ধন দেন শুভাদা। আর দিয়েছিলেন সুব্রতদা। তিনি আজ বেঁচে নেই। আমি টুকটাক চিরকুটে লিখতাম আর ফেলে দিতাম। আমায় শাসন করে বলতেন, ফেলে দিস কেন, এগুলো রেখে দিতে পারিস না। আর একদিন শুভাদা আর শিপ্রা বৌদি আমার বাড়িতে হাজির। তখন ক্যানভাসে কিছু কিছু এঁকেছিলাম। কোনওদিন আঁকা শিখিনি, সবটাই ছিল ইনোভেটিম। দোলাকে শুভাদা বলেছিলেন, ওঁকে আঁকতে বলো, ওঁর প্রত্যেকটা তুলির টান বোঝা যায়।'
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'আমি দু'টো এগজিবিশন করেছিলাম বলে আমার বিরুদ্ধে CBI হয়েছিল। তা-ও আমি এক পয়সা আমার জন্য নিইনি। টোটালটাই দিয়ে দিয়েছিলাম NGO, সরকার, গরিব মানুষদের দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে নিজেকে লাঞ্ছিত, অপমানিত মনে হয়েছে। অসম্মানিত মনে হয়েছিল নিজেকে। তারপর থেকে যে জেলায় যাই, সার্কিট হাউসে একটা করে ক্যানভাস রাখা থাকে। আঁকাগুলো জেলাকেই দিয়ে আসি। বিদেশ ট্যুরে গেলেও সেই আঁকা থেকেই সকলকে উপহার দিই। পয়সা বেঁচে যায়, রং-তুলি ম্যানেজ করে নিই।'
হেলিকপ্টারে বসে লিখেছেন ২৬ কবিতা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শেয়ার করেন, কীভাবে তিনি কবিতা লেখেন। এবারের বইমেলায় ৯টি বই বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট ১৬২ দাঁড়াল তাঁর বইয়ের সংখ্যা। SIR নিয়ে তিনি লিখেছেন ২৬টি কবিতা। আর সেগুলি ২ দিনে হেলিকপ্টারে সফর করতে করতেই লিখেছেন।