বিদেশি মহিলা পর্যটককে যৌন হেনস্তা, অভিযুক্ত বিমানবন্দরেরই কর্মী!
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
বেঙ্গালুরু, ২২ জানুয়ারি: এক কোরিয়ান মহিলা পর্যটককে যৌন হেনস্তার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। অভিযুক্ত সেখানেই কর্মরত এক কর্মী। নাম আফান আহমেদ। গত ১৯ জানুয়ারি টিকিট এবং ব্যাগ তল্লাশি করার অজুহাতে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বিদেশি পর্যটক।ওই পর্যটক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিয়ম মাফিক ইমিগ্রেশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল তাঁর। এরপরই অভিযুক্ত ওই ব্যক্তি জানায়, কাউন্টার চেকিংয়ে গেলে তাঁর ফ্লাইটে পৌঁছাতে দেরি হতে পারে। তাই ব্যক্তিগতভাবে চেকিং করার অজুহাতে একটি শৌচাগারের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ওই কোরিয়ান পর্যটককে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এমনকী, বিনা অনুমতিতে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।এই ঘটনার পরই মহিলাটি বিমানবন্দরে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ জানান। আর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত আফান আহমেদকে আটক করে পুলিশ। মহিলা পর্যটকের দেওয়া বয়ান অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। অন্যদিকে, বিমানবন্দরের ভিতরেই এই ধরনের আচরণে মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।