• ছত্তিশগড়ের স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, ৬ শ্রমিকের মৃত্যু
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • রাইপুর, ২২ জানুয়ারি: ছত্তিশগড়ের বকুলাহিতে স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা। মৃত্যু হল ৬ জন শ্রমিকের। জখম আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার সকালে অন্যদিনের মতোই প্ল্যান্টে শ্রমিকরা কাজ করছিলেন। এরপর আচমকাই ওই প্ল্যান্টের একটি কয়লার চুল্লিতে বিস্ফোরণ হয়। লেগে যায় আগুনও। অকুস্থলেই কর্মরত সাতজন শ্রমিকের মৃত্যু হয়। ঝলসে যান তাঁরা। জখম হন আরও বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের অনেকেই বিকট আওয়াজ শুনতে পান। পাশাপাশি দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কারখানার একাংশে আগুনও লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে হাসপাতালে ঠিক কতজন চিকিৎসাধীন রয়েছেন তা জানা যায়নি। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ওই স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ কোনওরকম বিবৃতিও প্রকাশ করেনি। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে, এই স্টিল প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কী না সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (বর্তমান)