• দেওঘরে লরিকে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন, অকুস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • দেওঘর, ২২ জানুয়ারি: ঝাড়খণ্ডের দেওঘরে লরিকে ধাক্কা মারল ট্রেন। দুর্ঘটনায় লরিটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি একটি বাইক আরোহীও জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে রোহিনী নবাডিহ রেলওয়ে গেটের কাছে, জসিডি-হাওড়া মেন লাইনে। এদিন ওই লরিটি লেভেল ক্রসিং পার করে রেল লাইনের উপরে চলে আসে। সেই সময়ে গোন্ডা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি সজোরে ট্রাকটিকে ধাক্কা মারে। সেটি লাইনের পাশে সরে যায়। মারাত্মকরকম ক্ষতিগ্রস্তও হয়।এই দুর্ঘটনায় এক বাইক আরোহীও জখম হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর এখনও পর্যন্ত মেলেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিনও। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে সরিয়ে রেল ক্রসিংয়ের দুই দিকের সড়ক যোগাযোগ এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে পুলিশ। এছাড়া গিয়েছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনার ফলে দেওঘর-গিরিডি সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)