খাদে পড়ল সেনার গাড়ি, মৃত্যু ১০ জওয়ানের, জখম একাধিক
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
শ্রীনগর, ২২ জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় আজ, বৃহস্পতিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১০ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন সেনার শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন সেনার একটি বুলেটপ্রুফ গাড়ি অভিযানে যাওয়ার সময় খান্নি টপ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ভাদেরওয়া চাম্বা রাজ্য সড়ক থেকে সেটি ২০০ মিটার গভীর গিরিখাতে গিয়ে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহত সেনাদের দ্রুত উদ্ধারের পর বিমানে করে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সৈন্যদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'অপরদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনায় শোক প্রকাশ করেন। লিখেছেন, 'ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় আমাদের সাহসী সৈন্যদের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই মুহূর্তে আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করছি'।