• মুড়িগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ, উদ্ধার ১২ জন
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: আচমকাই যান্ত্রিক গোলযোগ! মুড়িগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীর তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, এমভি তামজিদ অ্যান্ড নাসির নামের ওই জাহাজটি বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। এরপর মাঝনদীতে সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তারফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল নাগাদ ওই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় ঘোড়ামারা দ্বীপ এবং কচুবেড়িয়ার মধ্যবর্তী এলাকায় হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় সেটিতে। নদীর স্রোতের মুখে পড়ে সেটি। এরপরই জাহাজটির নীচের অংশে কোনওভাবে ফাটলও দেখা দেয়। হুড়মুড় করে সেটি দিয়ে জল ঢুকতে শুরু করে। জাহাজে থাকা ব্যক্তিরা দ্রুত সাহায্যের আর্তি জানান। খবর পেয়ে সাগর থানার পুলিশ অকুস্থলে যায়। এরপর ওই জাহাজে থাকা ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়।বর্তমানে তাঁরা সকলেই সুরক্ষিত এবং সুস্থ রয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে, জাহাজের নাবিকদের উদ্ধারের কিছুক্ষণ পরই পণ্যবাহী ওই জাহাজটি মাঝ নদীতে ডুবে যায়। এই জাহাজটি ছাই ছাড়াও আরও কোনও ধরনের পণ্য বহন করছিল কী না তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নদীতে কোনও রকমের তেল বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কী না সেটিও খতিয়ে দেখছে প্রশাসন। নদীতে দূষণ ছড়ানোর আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় মৎস্যজীবীরাও।
  • Link to this news (বর্তমান)