পরিবারের সদস্যদের নোটিশ, আতঙ্কে এসআইআর-এর শুনানির দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিবারের সদস্যদের এসআইআর-এর শুনানির নোটিশ এসেছে। আজ, বৃহস্পতিবার তাঁরা শুনানিতে যাচ্ছেন। তাঁদের কি হবে এই চিন্তা করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এমনই দাবি করেছেন তাঁর পরিজনেরা। মৃতের নাম আজাদ আলি শেখ (৬০)। তাঁর বাড়ি পাঁচলা থানার শাঁকখালি গ্রামে। পরিবার সূত্রে খবর, এদিন আজাদ আলি শেখের স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ের শুনানির দিন ছিল। এই শুনানিতে কি হবে সেই নিয়ে দুঃশ্চিন্তা শুরু করেন আজাদ। গত কয়েকদিন ধরে প্রায় নাওয়া-খাওয়াও ভুলে গিয়েছিলেন তিনি।পরিজনদের দাবি, আজ শুনানি কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হন আজাদ আলি শেখ। পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, শুনানির আতঙ্কের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই বিষয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বলেন, এসআইআর নিয়ে অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে। মানুষ আতঙ্কে ভুগছে। আর সেই আতঙ্কেই আজাদ আলি শেখের মৃত্যু হয়েছে।