মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বইমেলার জন্য ১ ফেব্রুয়ারি, রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। প্রতি রবিবারের মতোই দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের শেষ মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়েছে। রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। ওই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ পরিষেবার কোনও বদল করা হয়নি।
শুক্রবার নেতাজির জন্ম দিনের পাশাপাশি সরস্বতী পুজোও। এদিন কম মেট্রো চালবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত লাইনে ২৭২টি মেট্রোর মধ্যে ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি করে আপ ও ডাউন মেট্রো চলবে। তবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দু’টি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোর সময় বদলানো হয়েছে। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর সময়ে বদল করা হয়েছে। মেট্রোটি রাত ৯টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৩ তারিখ শুধু ব্লু লাইনে নয়, ইয়েলো লাইনেও মেট্রো সংখ্যা কমানো হয়েছে। ১২০টি মেট্রোর বদলে আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চালানো হবে। তবে সকালের প্রথম মেট্রো ইয়েলো লাইনে একই সময় ছাড়বে। তবে রাতে শেষ মেট্রোর ক্ষেত্রে সময়সূচি বদল করা হয়েছে।
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৯ট ১৮ মিনিটে। অরেঞ্জ ও পার্পেল লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।