একাধিক ব্যক্তিকে অপহরণ করে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল হরিয়ানার আদালত। জানা গিয়েছে, দোষীর নাম সিং রাজ। তিন নাবালিকা-সহ মোট ছ’জনকে অপহরণ, ধর্ষণ এবং খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
ঘটনার সূত্রপাত বছর চারেক আগে, ২০২২ সালের জানুয়ারি মাসে। হরিয়ানার ফরিদাবাদের ভূপানি গ্রামের বাসিন্দা এক মহিলা তাঁর ২০ বছর বয়সি ভাইঝির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২০২২ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে ফরিদাবাদের জাসানা গ্রামের বাসিন্দা সিং রাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জেরায় নিজের কৃতকর্ম স্বীকার করে নেয় রাজ। তরুণীর দেহাবশেষও উদ্ধার করে পুলিশ।
পুলিশি জেরায় নিজের আরও অপরাধের কথা কবুল করে রাজ। ২০২০ সাল থেকেই হরিয়ানার সেক্টর ১৬-তে এক বেসরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করত রাজ। সে জানায়, ২০১৯ সালে সে চা বাগানের এক শ্রমিকের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা বাধা দিলে তাকে সে খুন করে। এর পরে ২০২০ সালের অগস্ট মাসে হাসপাতালের মধ্যেই ১২ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে বাধা পেয়ে তাকেও খুন করে রাজ। ২০২১ সালের জুন মাসে হাসপাতালের পরিচারিকার কাজে যুক্ত থাকা এক যুবতীকেও খুন করে সে। এ ছাড়াও নিজের কাকা এবং বোনকেও এর আগে খুন করে বলে স্বীকার করে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ৩০ মার্চ রাজের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ফরিদাবাদের অ্যাডিশনাল সেসনস কোর্টের বিচারক পুরুষোত্তম কুমার রাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি তাকে ২.১ লক্ষ টাকা জরিমানা করা হয়।