• শুনানি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের দুই বিধায়কের বিরুদ্ধে FIR করার নির্দেশ কমিশনের
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম ও ইটাহারের গোলমালে বিধায়ক মোশারফ হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়ায় যাতে ব্যাঘাত না ঘটে এবং ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির তালিকা প্রকাশের পরে যাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে রাজ্য পুলিশ-প্রশাসনের উপরে চাপ বাড়াচ্ছে কমিশন।

    গত ১৪ জানুয়ারি SIR-এর হিয়ারিং চলাকালীন ফরাক্কার বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে (ডিইও) কমিশন নির্দেশ দিয়েছে, যে হেতু ওই দিনের ঘটনায় মণিরুল ঘটনাস্থলে থেকে গোলমালে ইন্ধন দিয়েছিলেন এবং তারপরেও তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন কমিশনের আধিকারিকদের উদ্দেশে, তাই তাঁর বিরুদ্ধে এফআইআর করতে হবে।

    অন্য দিকে, এ দিনই উত্তর দিনাজপুরের ইটাহারে স্ত্রীর নামে শুনানির নোটিস আসায় আতঙ্কে স্বামী আত্মঘাতী হয়েছেন, এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। শুনানি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে স্থানীয় তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভকারীরা মৃতদেহ নিয়ে ইটাহার চৌরাস্তায় ১২ নং জাতীয় সড়ক অবরোধ করেন। এই ঘটনায় মোশারফ হোসেনের বিরুদ্ধেও এফআইআর করে রিপোর্ট দিতে বলা হয়েছে জেলার ডিইও–কে।

    বিষয়টি নিয়ে মণিরুল বলেন, ‘মানুষের ভোটে জয়ী হয়ে আমি বিধায়ক হয়েছি। মানুষ হয়রান হলে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে আমি যাব।’ এফআইআরের প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘এ রাজ্যে বিজেপির সরকার থাকলে মণিরুলের বাড়িতে বুলডোজ়ার চালানো হতো। বিজেপি ক্ষমতায় এসে আইনানুগ ব্যবস্থা নেবে হামলাকারীদের বিরুদ্ধে।’

  • Link to this news (এই সময়)