• SIR নিয়ে তুমুল বিক্ষোভ, বলাগড়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে ধুন্ধুমার
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • SIR প্রক্রিয়া নিয়ে তীব্র টানাপড়েন চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। সাত নম্বর ফর্ম ব্যবহার করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল। এই বিষয়টি নিয়েই বলাগড়ে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। বলাগড় বিডিও অফিসের সামনে মুখোমুখি ঝামেলায় জড়াল তৃণমূল ও বিজেপি। মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, বিজেপির এক অসুস্থ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকেছেন তৃণমূলের কর্মীরা। যদিও সেই অভিযোগ মানেনি তৃণমূল। পরে বলাগড় থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

    তৃণমূলের অভিযোগ ছিল, বৈধ ভোটারদের নাম বাদ দিতে বলাগড়ে কয়েক হাজার ফর্ম সেভেন জমা করেছে বিজেপি। গতকালই এই বিষয় নিয়ে বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল। বৃহস্পতিবার বলাগড় বিডিও অফিসে পাল্টা বিক্ষোভের ডাক দেয় বিজেপি। অন্যদিকে বিডিও অফিসের মেনগেটে আজও তৃণমূলের পক্ষ থেকে অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছিল।

    বিডিও অফিসের দুই গেটে দুই দলের কর্মী-সমর্থকরা মাইক বাজিয়ে স্লোগান করতে থাকেন। রাস্তার উপর এসে বিক্ষোভ দেখাতে থাকেন দুই দলের কর্মীরা। সেই সময়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেশ কিছুটা ধস্তাধস্তি হয়। পরে বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে ওই গাড়ি আটকে তৃণমূল নেত্রী রুনা খাতুন আক্রমণ করেন বলে অভিযোগ বিজেপি নেতা সুরেশ সাউয়ের। ওই ঘটনার সময়ে এসটিকেকে রোড ধরে যাচ্ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ঘটনা দেখে তিনিও দাঁড়িয়ে পড়েন। পরে তিনি বলেন, ‘পুলিশ তৃণমূলের হার্মাদদের রাস্তায় এনে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে। বিডিও অফিসে হিয়ারিং চলছে, সেই হিয়ারিংকেই বানচাল করার চেষ্টা করছে তৃণমূল। রাষ্ট্রপতি শাসন করে এখানে নির্বাচন করতে হবে।’ অসুস্থ বিজেপি কর্মীকে জিরাট হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    পাল্টা তৃণমূল নেত্রী রুনা খাতুন বলেন, ‘বিজেপি কোনও আন্দোলন করতে আসেনি, তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য। আমরা মানুষকে সাহায্য করার জন্যই বিডিও অফিসের সামনে ধরনায় বসেছি। আমাদের কাছে অনুমতি ছিল, কিন্তু বিজেপির কাছে কোনও অনুমতি ছিল না।’

  • Link to this news (এই সময়)