• রবিবার নৈহাটি, বারাসত, বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ পরিবর্তন বহু লোকালের, রইল তালিকা
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ২৩ ঘণ্টার পাওয়ার ব্লক। সেই কারণে ২৫ জানুয়ারি, রবিবার শিয়ালদহ উত্তর, মেন ও দক্ষিণ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের।

    পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশন এক্স-২৫ নম্বর সেতুতে নতুন গার্ডার স্থাপনের জন্য পাওয়ার ব্লক করা হবে। ২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত কাঁকুড়গাছি (KGK) এবং বালিগঞ্জ (BLN) স্টেশনের মধ্যে আপ ও ডাউন কর্ড লাইনে কাজ চলবে। সেই কারণে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

    বজবজ – নৈহাটি লোকাল ৩১০৫৩ আপ

    নৈহাটি – শিয়ালদহ লোকাল ৩১৪২২ ডাউন, ৩১৪৪২ ডাউন, ৩১৪৪৬ ডাউন / ৩১৪৩১ আপ

    মধ্যমগ্রাম – মাঝেরহাট লোকাল ৩০৩৫৮ ডাউন / ৩০৩৫৭ আপ

    ক্যানিং – বারাসত লোকাল ৩৩০৬১ আপ

    নৈহাটি – মাঝেরহাট লোকাল ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন / ৩০১২৩ আপ

    মাঝেরহাট – রানাঘাট লোকাল ৩০১৩৫ আপ,

    বজবজ – শিয়ালদহ লোকাল ৩৪১৫৭ আপ, ৩৪১১৭ আপ

    মাঝেরহাট – হাসনাবাদ লোকাল ৩০৩২১ আপ

    এর পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে—

    ১) ৩৪০৫২ নৈহাটি – বজবজ লোকাল ট্রেনটির পথ পরিবর্তন করে শিয়ালদহ-এ যাত্রা শেষ করবে।

    ২) ৩১০৫১ বজবজ – নৈহাটি লোকাল ট্রেনটির পথ পরিবর্তন করে শিয়ালদহ (দক্ষিণ)-এ যাত্রা শেষ করবে।

    ৩) ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত – বজবজ লোকাল ট্রেনটির পথ পরিবর্তন করে শিয়ালদহ-এ যাত্রা শেষ করবে।

    ৪) ৩০৩৪৬ বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেনটি বারাসত পর্যন্ত যাবে।

    ৫) ৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ লোকাল ট্রেনটি বারাসত থেকে যাত্রা শুরু করবে।

    ৬) ৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকাল ট্রেনটির যাত্রা দমদম জংশনে সংক্ষিপ্ত করা হবে।

    ৭) ৩০৩৩৩ মাঝেরহাট – হাসনাবাদ লোকাল ট্রেনটির যাত্রা বারাসত থেকে শুরু হবে।

    ৮) ৩৪০৬২ বনগাঁ – ক্যানিং লোকাল ট্রেনটির যাত্রা বারাসতে সংক্ষিপ্ত করা হবে।

    ৯) ৩৪০৫৪ নৈহাটি – বজবজ লোকাল ট্রেনটির পথ পরিবর্তন করে শিয়ালদহ-এ যাত্রা শেষ করবে।

    ১০) ৩১০৫৫ বজবজ–নৈহাটি লোকাল ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হবে এবং শিয়ালদহ-এ যাত্রা শেষ করবে।

    ১১) ৩০১১২ ব্যারাকপুর – বালিগঞ্জ লোকাল ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হবে এবং শিয়ালদহ-এ যাত্রা শেষ করবে।

    এছাড়াও ৩০৫৫২ বালিগঞ্জ – ঘুটিয়ারি শরিফ লোকাল ট্রেনটি সন্ধ্যা ১৯:৩০ মিনিটে মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে এবং মাঝেরহাট ও বালিগঞ্জের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে।

  • Link to this news (এই সময়)