মেগা ট্রাফিক ব্লক! শিয়ালদহের এই শাখায় ব্যাহত পরিষেবা
আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন চলাচল আরও দ্রুত ও আরামদায়ক করতে ট্রেন চলাচলে ২৩ ঘণ্টার মেগা ট্রাফিক ব্লক থাকবে বলে জানাল শিয়ালদহ ডিভিশন।
জানা গিয়েছে, এই ২৩ ঘণ্টায় যেমন একাধিক ট্রেন বাতিল থাকবে তেমনই একাধিক ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হবে এবং কিছু ট্রেনের যাত্রীপথ সংক্ষিপ্ত করে দেওয়া হবে।
বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী আপ এবং ডাউন কর্ড লাইনে X-25 ব্রিজে নতুন গার্ডার বসানোর কাজ চলবে।
সে কারণে এই ব্লক কার্যকর থাকবে। রেলের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়েছে, আগামী ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি অর্থাৎ রবিবার রাত ৯টা পর্যন্ত এই মেগা কার্যকর থাকবে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্রিজে যে গার্ডারগুলি বর্তমানে রয়েছে সেগুলি বহু পুরনো এবং ইতিমধ্যেই তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। সে কারণে পুরনো গার্ডারগুলি বদলে আধুনিক ও শক্তিশালী গার্ডার বসানো হচ্ছে।
এর ফলে ব্রিজটি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের গতি বাড়বে ও পরিষেবা আরও উন্নত হবে। যাত্রীদের অসুবিধা কমাতে পরিকল্পিতভাবেই সপ্তাহান্তে এই কাজ নেওয়া হয়েছে।
রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীদের ওপর প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে বলে জানিয়েছে রেল। কর্ড লাইনে ব্লকের কারণে শিয়ালদহ উত্তর শাখা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখাগামী যাত্রীদের শিয়ালদহ স্টেশনে ট্রেন বদল করে গন্তব্যে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক শনিবার এবং রবিবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
২৫ জানুয়ারি ঘুরপথে/সংক্ষিপ্ত রুটে চলাচলকারী ট্রেন:
৩৪০৫২ নৈহাটি – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
৩১০৫১ বজবজ – নৈহাটি লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
৩৪০৫৬ কল্যাণী সীমান্ত – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
৩০৩৪৬ বনগাঁ – মাঝেরহাট লোকালের যাত্রা বারাসতে শেষ হবে।
৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ লোকালের যাত্রা বারাসত থেকে শুরু হবে।
৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকালের যাত্রা দমদম জংশনে শেষ হবে।
৩০৩৩৩ মাঝেরহাট – হাসনাবাদ লোকালের যাত্রা বারাসত থেকে শুরু হবে।
৩৪০৬২ বনগাঁ – ক্যানিং লোকালের যাত্রা বারাসতে শেষ হবে।
৩৪০৫৪ নৈহাটি – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
৩১০৫৫ বজবজ – নৈহাটি লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
৩০১১২ ব্যারাকপুর – বালিগঞ্জ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।
এছাড়াও, ৩০৫৫২ বালিগঞ্জ–ঘুঁটিয়ারি শরিফ লোকাল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়বে এবং মাঝেরহাট থেকে বালিগঞ্জের মধ্যে সব স্টেশনে দাঁড়াবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই গার্ডার পরিবর্তন কাজ রেল পরিকাঠামোর নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত জরুরি।