• শ্রীরামপুরে ‘লক্ষ্মী এল ঘরে’ ঘিরে উৎসাহ
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
  • মিল্টন সেন: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রচার কৌশলে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় বড় পর্দায় সিনেমা দেখিয়ে জনসংযোগ শুরু করেছে শাসক দল।

    শ্রীরামপুরে এই কর্মসূচির সূচনা হল, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা চলচ্চিত্র ‘লক্ষ্মী এল ঘরে’ প্রদর্শিত হচ্ছে। এর আগে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির মাধ্যমে টোটোয় পোস্টার ও ব্যানার লাগিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালিয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

    এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আরও বৃহৎ আকারে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রটি সাধারণ মানুষের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে।

    এই সিনেমায় শাশুড়ি ও বউমার চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি। শ্রীরামপুরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    সিনেমা প্রদর্শনের পর ছিল নৈশভোজের ব্যবস্থাও। শীতের সন্ধ্যায় জায়ান্ট স্ক্রিনে সিনেমা দেখতে মানুষের ভিড় চোখে পড়ার মতো।

    রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান, ‘রিষড়ার ১০ নম্বর ওয়ার্ডে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমাটি দেখানো হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাজের রিপোর্ট কার্ডও বিলি করা হচ্ছে। মানুষকে বলা হচ্ছে, বাংলা ও বাঙালি-বিরোধীদের রাজ্য থেকে সরাতে হবে। দিদিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজ্যের উন্নয়ন থমকে যাবে।’

    তবে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক হরি মিশ্র বলেন, ‘আসলে লক্ষ্মী তৃণমূল নেতাদের ঘরেই এসেছে, সাধারণ মানুষ আজও দু’বেলা খাবার পাচ্ছে না। রাজ্যে প্রকৃত উন্নয়ন হয়নি, অথচ ‘লক্ষ্মী এল ঘরে’ দেখিয়ে উন্নয়নের গল্প শোনানো হচ্ছে। চুরি, ধর্ষণ, দুর্নীতি বেড়েছে, কর্মসংস্থান নেই, এটাই বাংলার বাস্তব ছবি।’
  • Link to this news (আজকাল)