• এসআইআর ইস্যুতে বইমেলার উদ্বোধনী মঞ্চে সরব মমতা
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকে ফের এসআইআর হয়রানি নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতীবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী-সহ বহু কৃতীকেই এসআইআর নোটিশ পাঠিয়েছে কমিশন। সেই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা ব্যানার্জি। এসআইআর নিয়ে সকলকে সরব হওয়ারও আর্জি জানিয়েছেন। 

    'লজিক্যাল ডিসক্রিপান্সি'র নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে বহুবার অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। ছোটখাটো বিষয়ে যেভাবে মানুষকে এসআইআর শুনানির নামে ডেকে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বইমেলার উদ্বোধনী মঞ্চেও তার ব্যতিক্রম হল না।

    মুখ্যমন্ত্রী বলেন, "লজিক্যাল ডিসক্রিপান্সি কোনওদিন এসআইআরে ছিল না। একমাত্র এই রাজ্যেই হচ্ছে। অন্য কোথাও হচ্ছে না। ডার্কলিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যাবেন।" পদবী নিয়ে মানুষকে হেনস্থার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। পাশাপাশি তিনি বলেন, "বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যে ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে পাঁচ-ছঘণ্টা করে লাইন দিতে হচ্ছে।"

    উল্লেখ্য, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত দিন কয়েক স্পষ্ট জানিয়েছে যে, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র যুক্তি দেখিয়ে যাঁদের শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে। তা প্রশাসনিক কার্যালয়গুলিতে টাঙানোর পাশাপাশি অনলাইনেও প্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, লজিক্যাল ডিসক্রিপান্সি রয়েছে, এমন ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছিল। পরে তা সংশোধন করে বলা হয় সংখ্যাটা ৯৪ লক্ষ। এই তালিকাই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, শুনানিতে ভোটাররা যে নথি দেবেন, তা গ্রহণ করে রসিদ দিতে হবে।

    কী এই লজিক্যাল ডিসক্রিপান্সি বা যৌক্তিক অসংগতি, তাও জানতে চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, "মা ও সন্তানের বয়স ১৫ বছরের ফারাক কীভাবে লজিক্যাল ডিসক্রিপান্সি হতে পারে? আমরা এমন দেশ বাস করি না, যেখানে বাল্যবিবাহ প্রথা উঠে গিয়েছে।" এমনই একগুচ্ছ প্রশ্ন তুলে বিচারপতিরা জানান, লজিক্যাল ডিসক্রিপান্সিতে যাঁদের ডাকা হচ্ছে, তাঁদের বিস্তারিত তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে। 
  • Link to this news (আজকাল)