বৃহস্পতিবার ঝাড়খণ্ডের একটি রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য তা এড়ানো গিয়েছে। নবাদিহ রেলক্রসিংয়ের কাছে একটি যাত্রীবাহী ট্রেন একটি ট্রাককে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ট্রেনটি উত্তরপ্রদেশের গোন্ডা থেকে পশ্চিমবঙ্গের আসানসোলের দিকে যাচ্ছিল। জসিডি স্টেশন ছাড়ার পর নবাদিহ রেলক্রসিংয়ের কাছে পৌঁছতেই ট্রেনের ইঞ্জিন একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের জেরে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি, রেললাইনের কাছে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণ ভেঙে যায়।
দুর্ঘটনার পরই রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। রেলওয়ের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং রেলপথ পরিষ্কারের কাজ শুরু করেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।
দেওঘর-রাঁচি প্রধান সড়কের উপর এই রেলক্রসিংটি অবস্থিত হওয়ায় দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এই রাস্তাই এইমস-এ যাওয়ার একমাত্র পথ হওয়ায় দু’দিকেই যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ট্রেনের এক যাত্রী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, 'ট্রেনটি আগে খুব জোরে হর্ন দেয়। তারপর হঠাৎ একটা তীব্র ধাক্কা লাগে এবং ট্রেন থেমে যায়। পরে নেমে দেখি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে।'
ঘটনাস্থলে পুলিশ ও রেলওয়ের আধিকারিকরা পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালান। আধিকারিকরা জানান, এই রেলক্রসিংয়ে অতীতেও একাধিকবার একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ফলে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।