• তেলেঙ্গানায় বিষ প্রয়োগে ১৫টি বাঁদরের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৮০টি
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • হায়দরাবাদ, ২২ জানুয়ারি: এর আগে বিষ প্রয়োগ করে প্রায় ৬০০ পথ কুকুরকে মারার ঘটনা সামনে এসেছিল। এবার ১৫টি বাঁদরকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যার মত নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানা। একদল দুষ্কৃতী তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় একটি ধাবার সামনে ১৫টি বাঁদরকে মেরে ফেলে দিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। পরে খোঁজ নিয়ে দেখা যায় আরও প্রায় ৮০টির মতো বাঁদর গুরুতর অসুস্থ অবস্থায় ওই এলাকায় পড়ে রয়েছে। যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁদরগুলির খাবারে বিষ প্রয়োগ করেই সেগুলিকে হত্যার চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। স্থানীয়রা ইতিমধ্যেই সমস্ত বিষয়টি গ্রাম প্রধান ও পশু চিকিৎসককে জানিয়েছেন। ঘটনার তদন্তও শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ।প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে তেলেঙ্গানায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক প্রার্থী গ্রামে কুকুর ও বাঁদরের উপদ্রব কমানোর আশ্বাস দিয়েছিলেন। তারপরই প্রায় ৬০০ পথকুকুরকে বিষ প্রয়োগ করে মারার মতো ঘটনা উঠে আসে, সেই সময় অভিযোগের তির ছিল গ্রাম প্রধানের দিকেই। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই কি ফের এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে? সেই দিকও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)