• প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা
    আনন্দবাজার | ২২ জানুয়ারি ২০২৬
  • প্রয়াত হলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহমেডানেও খেলেছেন এই ডিফেন্ডার।

    ১৯৯০ সালে মহমেডান থেকেই পাশা যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম ভরসা। ১৯৯৩ সালে তিনি লাল-হলুদের অধিনায়কত্ব করেন। ১৭ নম্বর জার্সির এই ফুটবলার রাইট ব্যাকে খেলতেন। ডানদিক দিয়ে পাশার ওভারল্যাপ সেই সময় ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গারের কাজ করতো।

    পাশার অধিনায়কত্বে ইস্টবেঙ্গল কাপ উইনার্স কাপে ইরাকের শক্তিশালী দল আল জাওরার বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছিল। সেই বছরেই কাঠমান্ডুতে ওয়াই ওয়াই কাপেও চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে পাশা পাঁচ বার কলকাতা লিগ, চার বার ডুরান্ড কাপ, পাঁচ বার শিল্ড, দু’বার রোভার্স কাপ, চার বার এয়ারলাইন্স গোল্ড কাপ এবং এক বার করে ফেডারেশন কাপ, বরদলুই ট্রফি, সুপার কাপ, ম্যাকডাওয়েল কাপ, এস.এস.এস. ট্রফি এবং এ.টি.পি.এ. শিল্ড জিতেছিলেন।

    ২০১২ সালে ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আহমেদ খান ও ইলিয়াস পাশাকে ইস্টবেঙ্গল সংবর্ধিত করে। ২০১৯ সালেও ক্লাবের শতবর্ষে সকল অধিনায়কের সঙ্গে পাশাকেও সম্মানিত করা হয়।

    বেঙ্গালুরুর বাড়িতে পাশাকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের কর্মসমিতির সদস্য দীপ্তেন বসু। ছিলেন তিন প্রাক্তন ফুটবলার সরভানন, থমাস ও সিরাজ। পাশার প্রয়াণে ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। লাল-হলুদের অনুর্দ্ধ ১৬ অনুশীলনের আগে পাশার মৃত্যুতে নিরবতা পালন করে।
  • Link to this news (আনন্দবাজার)