• পুলিশি বাধা, ধিক্কার দিবস পালন করলেন আশাকর্মীরা
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • এই সময়, মেদিনীপুর ও তমলুক: নিজেদের বিভিন্ন দাবি নিয়ে বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার আশাকর্মীরা। কিন্তু তাঁদের সংগঠনের তরফে অভিযোগ করা হয় যে, রাজ্যের প্রায় সব জায়গা থেকে তাঁদের সদস্য-কর্মীরা যখন কলকাতায় রওনা হচ্ছিলেন তখন বিভিন্ন জায়গায় তাঁদের পুলিশি বাধা, হেনস্থার মুখে পড়তে হয়েছে। ফলে অনেকেই অভিযানে সামিল হতে পারেননি। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় জেলায় আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে ধিক্কার দিবস পালন করা হয়।

    পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে ধিক্কার দিবস পালন করেন ঘাটাল ব্লকের আশাকর্মীরা। শতাধিক আশাকর্মী এ দিন ঘাটাল মহকুমা হাসপাতালের গেটে জমায়েত হন। হাসপাতাল মোড় থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ব্যানার, প্লাকার্ড হাতে মিছিল করা হয়। ধিক্কার দিবসে নেতৃত্বে ছিলেন আশাকর্মী সুমিতা দোলই, সোনালি ঘোষ।

    তাঁরা বলেন, 'স্বাস্থ্য ভবন অভিযানের আগের দিন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি শাসানি দিয়েছে। এমনকী সিভিক ভলান্টিয়ারদের দিয়েও নানা রকম চাপ সৃষ্টি করেছে। যাতে আমরা ঘাটালের আশাকর্মীরা কলকাতায় না যাই। এ সব সত্ত্বেও আমাদের কেউ কেউ সাধারণ পোশাকে হাওড়া অবধি পৌঁছে গিয়ে জমায়েতে যোগ দিয়েছিলাম। কিন্তু সেখানেও আটকে দেওয়া হয়। ক্ষমতার অপপ্রয়োগ করে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। তারই প্রতিবাদে এই ধিক্কার দিবস। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আমাদের আন্দোলন।'

    তমলুকেও পালিত হয় ধিক্কার দিবস। মানিকতলা মোড়ে শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে এ দিন মিছিল হয়। শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মিছিল শেষ। মিছিলে শতাধিক আশাকর্মী যোগ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম সম্পাদিকা মানসী দাস বলেন, 'দাবি আদায়ে ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে লাগাতার কর্মবিরতি করা হয়। ৭ জানুয়ারি স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে গেলে স্বাস্থ্য সচিব ২১ জানুয়ারি আলোচনায় বসার আশ্বাস দিয়েছিলেন। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দেন। কিন্তু জেলায় জেলায় তাঁদের পুলিশের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। তারই প্রতিবাদে এই ধিক্কার দিবস।' তমলুকের পাশাপাশি কাঁথি, চণ্ডীপুর, ময়না ও হলদিয়া-সহ বিভিন্ন জায়গায় পালিত ধিক্কার দিবস। নিজেদের দাবি আদায়ে যে তাঁরা অনড়, এ দিনের ধিক্কার দিবসে তার স্পষ্ট বার্তা দিলেন আশাকর্মীরা।

  • Link to this news (এই সময়)