• ভোজশালা চত্বরে আজ সরস্বতী পুজোর পাশাপাশি চলবে নামাজ, নির্দেশ সুপ্রিম কোর্টের
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: সরস্বতী পুজোর পাশাপাশি চলবে শুক্রবারের নামাজও। মধ্যপ্রদেশের ধর জেলার বিতর্কিত ভোজশালা-কামাল মওলা মসজিদে প্রার্থনা সংক্রান্ত মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, আজ  সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিতর্কিত ইমারত চত্বরে পুজো করতে পারবেন হিন্দুরা। অন্যদিকে বেলা ১ টা থেকে ৩টে পর্যন্ত ওই চত্বরেরই বিশেষ এলাকায় প্রার্থনা করতে পারবেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে নামাজে অংশগ্রহণকারীদের তালিকা আগে থেকে প্রশাসনকে জানাতে হবে। একাদশ শতকে নির্মিত এই ঐতিহাসিক ইমারত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) অধীন। বিতর্কও নতুন নয়। হিন্দুদের দাবি, এটি রাজা ভোজের তৈরি বাগদেবীর মন্দির। অন্যদিকে মুসলিম পক্ষের যুক্তি এটি কামাল মওলা মসজিদ। ২০০৩ সালে প্রতি মঙ্গলবার এই চত্বরে পুজোর অনুমতি দিয়েছিল এএসআই।অন্যদিকে মুসলিমদের জন্য বরাদ্দ হয়েছিল শুক্রবারের প্রার্থনা। সরস্বতী পুজোর দিন শুক্রবারের নামাজ বন্ধ রাখার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু পক্ষ। আইনজীবী বিষ্ণু শংকর জৈনের আর্জি ছিল, সরস্বতী পুজোর দিন শুধুমাত্র হিন্দুদেরই পুজো-অর্চনা করার অনুমতি দেওয়া হোক। অন্যদিকে, মুসলিম পক্ষের আইনজীবী সলমন খুরশিদ আদালতে জানিয়েছিলেন, শুক্রবারের নামাজের জন্য দুপুর ১ টা থেকে ৩টে পর্যন্ত সময় দেওয়া হোক। সওয়াল-জবাবের শেষে এদিন দুই পক্ষকেই প্রার্থনার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে দুই সম্প্রদায়কেই পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা ও প্রশাসনের সঙ্গে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)