দুয়ারে রেশন মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, ১২ ফেব্রুয়ারি শুনানি
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় নির্বাচনের আগেই কি ‘দুয়ারে রেশন’ নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট? শীর্ষ আদালত সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে চলতে থাকা ‘দুয়ারে রেশন’ বন্ধ করতে মরিয়া মোদি সরকার। শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। অন্যদিকে, রাজ্য সরকার তা চালিয়ে যেতে চায়। বিষয়টি নিয়ে রাজ্যের রেশন দোকানদাররা কার্যত দু’ভাগ। একাংশ চায়, কেন্দ্রীয় আইন (জাতীয় খাদ্য সুরক্ষা) মেনে সার্বিকভাবে বন্ধ হোক দুয়ারে রেশন ব্যবস্থা। আবার সুপ্রিম কোর্টে গ্রামাঞ্চলের রেশন দোকানদারদের আর্জি, বজায় থাকুক এই ব্যবস্থা। এই পরিস্থিতিতে গত ২০২২ সাল থেকে চলে আসা মামলার সমাধানই হচ্ছে না। প্রতিবারই পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। এই আবহে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি মামলা শুনানি হবেই। সেদিনের তালিকায় এটা সবার প্রথমে থাকবে।কলকাতা হাইকোর্ট গত ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর দুয়ারে রেশন বন্ধের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। এদিন মামলা শুনানি জন্য উঠলে ফের তা পিছনোর আবেদন করে রাজ্যের এক আইনজীবী বলেন, ‘কপিল সিবাল অন্য বেঞ্চে ব্যস্ত। দু’সপ্তাহ পরে শুনুন।’ জবাবে বিচারপতি বিক্রম নাথ বলেন, ‘অনেকদিন এভাবে মুলতুবি চাইছেন। আর নয়। এটাই শেষ অনুরোধ।’ কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, ‘বারবার সময় চেয়ে রাজ্য সরকার কৌশলে দুয়ারে রেশন চালিয়ে যেতে চাইছে। অথচ মাত্র মিনিট ১৫ শুনানি হলেই মামলার নিষ্পত্তি হতে পারে। রাজ্য সরকার বেআইনি কাজ করছে। দুয়ারে রেশন কেন্দ্রের জাতীয় খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন করছে কি না, সেটা স্পষ্ট করে দিক সুপ্রিম কোর্ট।’ এর পরেই বিচারপতি বিক্রম নাথ জানিয়ে দেন, আগামী ১২ তারিখ এই মামলার শুনানি হবে।