সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ বাংলার ট্যাবলো, দেখতে উপচে পড়ল ভিড়
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করা মডেলই মেনে নিল মোদি সরকার। বাংলায় লেখা বন্দেমারতম, আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ এবং সঙ্গে রাজ্য সরকারের বিশ্ববাংলার লোগো ‘ব’। প্রথমে আপত্তি তুললেও শেষ পর্যন্ত কিছুই বাদ দিতে পারল না কেন্দ্র। আর এই সব নিয়েই আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে দেখা যাবে পশ্চিমবঙ্গের ট্যাবলো। বৃহস্পতিবার তা নিশ্চিত করে আসল ট্যাবলোটি তুলে ধরল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ২১ নম্বরে দেখা যাবে পশ্চিমবঙ্গের পরিবেশন। জাতীয় স্তরে সাধারণতন্ত্র উদযাপন, তাই প্রথমে পশ্চিমবঙ্গের ট্যাবলোয় বাংলা ভাষায় লেখা নিয়ে আপত্তি তুলেছিল প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। কিন্তু রাজ্য সরকারের অনড় অবস্থানে তা বদলাতে পারেনি কেন্দ্র।এবার সাধারণতন্ত্র দিবসে ট্যাবলোর থিম— ‘স্বতন্ত্র কা মন্ত্র, বন্দেমাতরম/ সমৃদ্ধি কা মন্ত্র, আত্মনির্ভর ভারত।’ আর এই বিষয়ের উপর ভিত্তি করেই বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ট্যাবলো সাজিয়েছে পশ্চিমবঙ্গ। সার্বিকভাবে স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা তুলে ধরা পশ্চিমবঙ্গের ট্যাবলোয় রয়েছে রবীন্দ্রনাথ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, চিত্তরঞ্জন দাশ, বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম সহ বাংলার গুণীদের মডেল। বৃহস্পতিবার দিল্লি ক্যান্টনমেন্টের রাষ্ট্রীয় রঙ্গশালায় সেই ট্যাবলো দেখতে উপচে পড়ে ভিড়। এবছর মোট ১৭টি রাজ্য এবং ১৩টি মন্ত্রকের ট্যাবলো দেখা যাবে দিল্লির কর্তব্যপথে। পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, ছত্তিশগড়, সংস্কৃতি মন্ত্রক ও নগরোন্নয়ন মন্ত্রক বন্দেমাতরম থিমে ট্যাবলো সাজাচ্ছে বলে খবর। নিজস্ব চিত্র