উচ্চশিক্ষাতেও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশেষ জোর কেন্দ্রের
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুমাত্র স্কুল স্তরেই নয়। উচ্চশিক্ষা ক্ষেত্রেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। জানা যাচ্ছে, আসন্ন সাধারণ বাজেটে এক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ হতে পারে। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই বাজেটেই ‘এআই ফর অল’ কর্মসূচি নিয়ে বড়োসড়ো ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্রের মোদি সরকার। এক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি সহ যাবতীয় আঞ্চলিক ভাষাকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে শিক্ষামন্ত্রক সূত্রে খবর।গত অক্টোবরে কেন্দ্র ঘোষণা করেছিল, স্কুল শিক্ষায় আরও বেশি করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপর জোর দেওয়া হবে। স্কুলের তৃতীয় শ্রেণি থেকেই এবিষয়ের উপর পাঠ পাবে ছাত্রছাত্রীরা। সেইমতো তৈরি হবে সিলেবাস। শিক্ষামন্ত্রকের ঘোষণা ছিল, ২০২৩ সালের ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন’ কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ের উপর জোর দেওয়া হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এসংক্রান্ত পাঠ দেওয়ার কথাও ঘোষণা করেছিল কেন্দ্র। ইতিমধ্যে এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার জানা যাচ্ছে, স্কুল স্তর ছাড়িয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রেও এর বহুল ব্যবহারের পথ তৈরি করা হবে। তা মেনেই ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট ঘোষণার পথে হাঁটতে চলেছে মোদি সরকার। ইতিমধ্যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এব্যাপারে খসড়া পাঠ্যক্রম তৈরি করতেও বলা হয়েছে।জানা যাচ্ছে, আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ হিন্দিতে ‘এআই ফর অল’ কোর্সের ব্যবস্থা করেছে ‘স্বয়ম প্লাস’ পোর্টালের মাধ্যমে। আপাতত পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অ্যাকাউন্টিং, ক্রিকেট অ্যানালিটিকসের মতো একাধিক বিষয়কে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে জোড়া হচ্ছে। এর ফলে পদার্থবিদ্যার বিভিন্ন রিয়েল-ওয়ার্ল্ড সমস্যা বা রসায়নবিদ্যার একাধিক মলিকিউলার প্রেডিকশনের মতো বিষয় আরও উন্নত করা সম্ভব হবে। ক্রিকেট অ্যানালিটিকসের ক্ষেত্রেও ওই খেলা সংক্রান্ত বিভিন্ন ডেটার বিশ্লেষণ আরও নিখুঁত করা যাবে। স্নাতক এবং স্নাতকোত্তর—দু’ক্ষেত্রেই এর ব্যবহারের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও আইআইটি মাদ্রাজের এহেন পদক্ষেপের সঙ্গে প্রত্যক্ষভাবে সরকারি সিদ্ধান্ত বা পরিকল্পনা জড়িয়ে নেই। তবে শিক্ষামন্ত্রক সূত্রে ইঙ্গিত, উচ্চশিক্ষায় এআই আরও জোরদার করতে যাবতীয় সম্ভাবনাই খতিয়ে দেখা হবে।