• কাশ্মীরের ডোডাতে খাদে গাড়ি পড়ে মৃত্যু ১০ সেনা জওয়ানের
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন ১০ সেনা জওয়ান। জখম আরও ১০ জন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাদেরওয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এয়ারলিফ্ট করে উধমপুরে নিয়ে যাওয়া হয়েছে।  জানা গিয়েছে, ভাদেরওয়া-চাম্বা রোডের খন্নিটপে সেনা জওয়ানদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ ফুট নীচে খাদে পড়ে যায়।এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃত জওয়ানদের পরিবারের উদ্দেশে তিনি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি জখমদের চিকিৎসায় সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।  জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা  নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর বার্তা, গোটা দেশ মৃত জওয়ানদের পরিবারের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও শোকসন্তপ্ত পরিজনদের সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কর্তব্যরত অবস্থায় দশ মহান, বীর জওয়ানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এটাই আরও স্পষ্ট করে দেয়, কত প্রতিকূল পরিস্থিতিতেও সেনা জওয়ানরা কাজ করে চলেছেন। এই কঠিন সময়ে আমরা সবরকমভাবে প্রয়াত জওয়ানদের পরিবারের পাশে রয়েছি। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।’জানা গিয়েছে, ১৭ জন জওয়ানকে নিয়ে বুলেটপ্রুফ গাড়ি টহলদারি করছিল। তখনই ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ও সেনাবাহিনীর তরফে যৌথ উদ্ধারকাজ শুরু করে। এর আগে গত ৮ জানুয়ারি গুলমার্গের নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে সেনাবাহিনীর দুই পোর্টার পিছলে খাদে পড়ে যান। দু’দিন নিখোঁজ থাকার পর ওই তাঁদের দেহ উদ্ধার করা হয়। তার কয়েকদিনের মধ্যেই ডোডার দুর্ঘটনা।
  • Link to this news (বর্তমান)