নয়াদিল্লি: ফুল বেচে পেট চলে। আর পাঁচটা দিনের মতোই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গোলাপ বিক্রি করছিল ১১ বছরের মেয়েটি। সেখান থেকেই তাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল এক ই-রিকশ চালকের বিরুদ্ধে। পরে নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় একটি জঙ্গলের পাশে ফেলে পালায় অভিযুক্ত। ঘটনাটি দিল্লির। এলাকার প্রায় ৩০০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শেষমেশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম দুর্গেশ। খোদ রাজধানীর রাস্তায় এমন ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড়।এনিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তাঁর বক্তব্য, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে পরিবর্তনের কথা বলেন। কিন্তু, সবার প্রথমে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিবর্তন আনতে হবে। যে সরকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, আমজনতাকে বিশুদ্ধ জল ও বাতাস দিতে পারে না, বিস্ফোরণ রুখতে যথাযথ ব্যবস্থা নিতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার কোনও নৈতিক অধিকার নেই।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১১ জানুয়ারির। মধ্যদিল্লির প্রসাদনগর এলাকায় এক যাত্রীকে নামাচ্ছিল বছর চল্লিশের দুর্গেশ। সেইসময় তার কাছে গোলাপ বিক্রি করতে যায় ওই নাবালিকা। তখনই সমস্ত গোলাপ বিক্রির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে বসায় অভিযুক্ত। এরপর মেয়েটিকে একটি জঙ্গল লাগোয়া একটি এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সে।