থাকছে ৩৩ প্রশ্ন, ২০২৭ সালের জনগণনা নিয়ে জারি হল বিজ্ঞপ্তি
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ২০২৭ সালে দেশজুড়ে জনগণনা হবে। সেইমতো সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ অর্থাৎ ‘দ্য হাউজ লিস্টিং অপারেশন’-এর জন্য প্রশ্নসূচি প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক। এক্ষেত্রে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করে মোট ৩৩টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে গৃহস্থের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এক্ষেত্রে প্রাথমিক সুযোগ-সুবিধা থেকে মালিকানাধীন সম্পত্তি, মূলত কী ধরনের দানাশস্য আনা হয়, সেই যাবতীয় তথ্য নেওয়া হবে। গৃহকর্তা বা কর্ত্রীর মোবাইল নম্বরও দিতে হবে জনগণনা করতে আসা আধিকারিককে। তাঁদের বিল্ডিং নম্বর, বাড়ির অবস্থা, পরিবারের তথ্য, বাড়ির জল সরবরাহ, শৌচালয়, ইন্টারনেট সংযোগ, গাড়ির সংখ্যা সহ মোট ৩৩টি তথ্য জানাতে হবে। মোট দু’টি ধাপে গণনা হবে। ১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের সমীক্ষায় মূলত বাড়ির তালিকা, তার অবস্থা ও প্রতিটি পরিবারের সম্পত্তি-সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে। সেই ধাপে জনতার আর্থ-সামাজিক অবস্থা, সংস্কৃতি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে।