মুম্বই: মেয়র পদে কে? বাণিজ্যনগরী মুম্বইয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে এই প্রশ্নই। বৃহস্পতিবার এব্যাপারে লটারি করে মহারাষ্ট্রের নগরোন্নয়ন দপ্তর। লটারিতে স্থির হয়েছে, বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)- মেয়র হবেন সাধারণ শ্রেণির মহিলা। যদিও লটারির এই ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উদ্ধব থ্যাকারের শিবসেনা। তাদের দাবি, ওই পদটি অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র জন্য সংরক্ষিত হওয়া উচিত।মহারাষ্ট্রের পুরসভাগুলির মেয়র পদের সংরক্ষণ তালিকা তৈরি হয় লটারির মাধ্যমে। এরপর সংরক্ষণ তালিকা মেনে মেয়র পদের মনোনয়ন পেশ হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটের ভিত্তিতেই নির্বাচিত হন মেয়র। বৃহস্পতিবারের লটারির ফলে বৃহন্মুম্বই ছাড়াও পুনে, ধুলে, নানদেদ, নবি মুম্বই, মালেগাঁও, মীরা-ভায়ান্ডার, নাসিক ও নাগপুর পুরসভাতেও মেয়র পদ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। পাশাপাশি লাতুর, জালনা ও থানে সংরক্ষিত হয়েছে তফসিলি জাতির (এসসি) জন্য। পানভেল, কোলাপুর সহ মোট আটটি পুরসভা সংরক্ষিত হয়েছে ওবিসিদের জন্য।এই আসন সংরক্ষণ নিয়েই প্রশ্ন তুলেছে উদ্ধবপন্থী শিবসেনা। মুম্বইয়ের প্রাক্তন মেয়র কিশোরী পেনডেনকর মুম্বইকে ওবিসিদের জন্য সংরক্ষিত করবার দাবি তুলেছেন। তিনি বলেছেন, ‘মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় ওবিসি সম্প্রদায়ের মানুষরা থাকেন। লটারিতে তাঁদের জনপ্রতিনিধিদের নামের কোনও কাগজই ছিল না। এটা অন্যায়।’ প্রাক্তন মেয়রের দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এক মন্ত্রী।