সোমনাথ চক্রবর্তী ,ময়নাগুড়ি:আজ, শুক্রবার শিশু, শিল্প সংস্কৃতি উৎসবের আয়োজন হয়েছে ময়নাগুড়ি মর্নিং স্টার স্কুলে। এই অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের তৃতীয় শ্রেণি এবং পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে বিজ্ঞান মেলা। এই দু’টি উৎসবকে ঘিরে বেশ কিছুদিন ধরেই স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে উঠেছে। বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি মডেল তুলে ধরতে পরিশ্রম করে চলেছে। তাদের সহযোগিতায় থাকছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।বৃহস্পতিবার বিকেলে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিমা আনতে যান শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার সকালে পুজো হবে। সেখানে স্কুলের প্লে হাউজের খুদে ছাত্রছাত্রীদের হাতেখড়ি দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য খুদেরাও হাতেখড়ি দেবে এই স্কুলে।মর্নিং স্টার স্কুল ১৯৭৭ সালে স্থাপিত হয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও ছাত্রছাত্রীদের পারদর্শী করে তোলা হয় এই স্কুলে। বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ৬৭০। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৩৭ জন। গ্রুপ ডি কর্মী রয়েছেন ৮ জন।স্কুলে শিশু , শিল্প সংস্কৃতি উৎসবের পাশাপাশি থাকছে পুরনো দিনের সামগ্রী দিয়ে প্রদর্শনী। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ শিশু, শিল্প সংস্কৃতি উৎসবের সূচনা হবে। দুপুর ২টো থেকে শুরু হবে বিজ্ঞান মেলা। এরপর স্কুলেই প্রসাদ বিতরণ হবে। পরবর্তীতে শুরু হবে প্রদর্শনী। বিজ্ঞান মেলায় ৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। এই উৎসবে ময়নাগুড়ির বিশিষ্টজনরাও উপস্থিত থাকবেনস্কুলের প্রিন্সিপাল পিয়ালী ঘোষ বণিক বলেন, পড়াশুনার পাশাপাশি আমরা খেলাধুলো সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটিয়ে থাকি। প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সারা বছর আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়। ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করে খুবই আনন্দিত হয়।