• মঙ্গলবাড়ির রেলগেটের রাস্তায় গর্ত, রেলকে চিঠি দেবে তৃণমূল পুরসভা
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন এলাকার রাস্তায় কংক্রিট উঠে গিয়ে গর্ত হওয়ায় বাড়ছে ভোগান্তি। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। চার মাসের বেশি ওই রাস্তার এমন শোচনীয় অবস্থা হলেও সংস্কারের বিষয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে। এনিয়ে ওই এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাঁরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।পুরাতন মালদহ পুরসভা কর্তৃপক্ষ সাধারণ মানুষের স্বার্থে রাস্তার খারাপ অবস্থার কথা উল্লেখ করে রেলমন্ত্রককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শহরের বাসিন্দা আকাশ কর্মকার বলেন,কয়েক মাস রাস্তা বেহাল। রেলের নজর নেই। রেলের এবং পুরসভার যৌথভাবে দেখা উচিত। আমাদের খুব সমস্যা হচ্ছে। বড় দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? মঙ্গলবাড়ির পুরনো জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ ওই পথে হিলি, শিলিগুড়ি, কলকাতা রুটের একাধিক যানবাহন চলাচল করে। মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেতে অন্যতম ভরসা ওই সড়ক। পাশাপাশি, ওই ব্লক এবং শহরের সব টোটো, অটো, ভ্যানও চলাচল করে। যানবাহন চালকরা ভীষণ সমস্যায় পড়ছেন। ওই সড়কের উপর দিয়ে রেললাইন গিয়েছে। সেজন্য রাস্তাটি রেলের অধীনে বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের পুরাতন মালদহের দায়িত্বে থাকা সুদিন বন্দ্যোপাধ্যায়। বলেন, বেহাল রাস্তাটি আমাদের আওতায় নেই। রেল কাজ করবে। আমাদের সেখানে কিছু করার নেই। মঙ্গলবাড়ির বাকি রাস্তা পাকা করে দিয়েছি।পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, ওই রাস্তা রেলের। তাদের দেখা উচিত। আমরা রাস্তা সংস্কার নিয়ে রেলকে চিঠি দেব। পূর্ত দপ্তরের সঙ্গেও কথা বলব। রেল কর্তৃপক্ষ যদি রাস্তা করতে চায় করবে, নাহলে আমাদের বললে তৈরি করা হবে।রেলের কাটিহার ডিভিশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বিকাশ রায় বলেন, মঙ্গলবাড়ি রেলগেটের বেহাল রাস্তা দেখেছি। কেউ চিঠি দিলে খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)