সংবাদদাতা, ঘাটাল: তরুণ সংঘের পঞ্চমী মেলা ঘিরে শুক্রবার থেকেই ঘাটাল ব্লকের রঘুনাথপুর সহ আশপাশের বেশ কিছু গ্রামের মানুষ উৎসবে মেতে উঠবেন। সরস্বতী পুজো উপলক্ষ্যে আয়োজিত এই পঞ্চমী মেলা শুধু আনন্দোৎসব নয়, এলাকার সামাজিক সংহতির এক অন্যতম মাধ্যম।তরুণ সংঘের সভাপতি ক্ষুদিরাম হন্দল ও কোষাধ্যক্ষ দেবাশিস মণ্ডল বলেন, ১৯৭৩সাল থেকে আমাদের ক্লাবের উদ্যোগে সরস্বতীপুজো শুরু হয়েছে। তবে ২০০৭সাল থেকে আমরা পঞ্চমী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি। এই মেলা মহকুমার অন্যতম বড় উৎসবে পরিণত হয়েছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। ২৩-২৯জানুয়ারি অবধি জমজমাট পঞ্চমী মেলা চলবে। ২৩জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই ‘ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান’ এই থিমে স্বাধীনতা সংগ্রামীদের ছবি সহ বিশাল মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি হয়েছে।মেলা কমিটির অন্যতম কর্মকর্তা সুব্রত ঘোষ বলেন, শুক্রবার সকালে পুজোর উদ্বোধন থেকেই নানা চমকের ব্যবস্থা করা হয়েছে। বাদ্যযন্ত্র সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো গ্রাম পরিক্রমা করবে। উদ্বোধনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মনোমুগ্ধকর বাউল গান। বিকেলে নজরকাড়া কুচকাওয়াজ শেষে ক্লাবের বার্ষিক পত্রিকা ‘দিশারী’র নতুন সংখ্যা প্রকাশিত হবে।পুজোর বাকি দিনে ছবি আঁকা, ক্রিকেট, ভলিবল সহ নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেইসঙ্গে বাল্যবিবাহ রোধে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। সেইসঙ্গে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স মানবসভ্যতার কাছে আশীর্বাদ না অভিশাপ-সেবিষয়ে একটি উচ্চমানের বিতর্কসভা হবে। মেলার প্রতিদিন রাতে বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে।