• ট্র্যাপ ক্যামেরায় বন্দি রয়্যাল বেঙ্গল টাইগারের পুরো দেহের ছবি সামনে আনল বনদপ্তর
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত ১৫ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আগন্তুক রয়্যাল বেঙ্গল টাইগারটির ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। তারপর এক সপ্তাহ কেটে গেল। এই সময়ের মধ্যে সেই বাঘটির বহু ছবি ট্র্যাপ ক্যামেরায় উঠেছে। কিন্তু এতদিন বাঘটির পুরো দেহের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েনি। দেহের অর্ধেক অংশের ছবি উঠেছিল। এবার সেই বাঘটির পুরো দেহের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। তাও একেবারে উজ্জ্বল ছবি। বৃহস্পতিবার বনদপ্তর ক্যামেরায় ধরা পড়া বাঘটির পুরো দেহের সেই ছবি প্রকাশ্যে এনেছে। ধারাবাহিকভাবে বাঘটির ছবি ক্যামেরাবন্দি হওয়ায় উচ্ছ্বসিত বনদপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় প্রমাণিত পুরুষ বাঘটি ৭৬০ বর্গকিমি বক্সার জঙ্গলে মাইলের পর মাইল হাঁটছে। জঙ্গলের পথে রেইকি করে সঙ্গিনী খুঁজছে পুরুষ বাঘটি।প্রসঙ্গত, ২০২১ ও ২০২৩ সালে বক্সার জঙ্গলে দু’টি পুরুষ বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বাঘ বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ২০২১ ও ২০২৩ সালে ক্যামেরাবন্দি হওয়া পুরুষ বাঘ দু’টির তুলনায় এ বছর ক্যামেরাবন্দি বাঘটি আকারে অনেকটাই বড়। বৃহস্পতিবার বনদপ্তরের প্রকাশ্যে আনা সেই ছবিই সেটা প্রমাণ করছে। এদিকে, সাত দিন ধরে পরপর বাঘটির ছবি ওঠায় বক্সার জঙ্গলে নজরদারিও বাড়িয়েছে বনদপ্তর।বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পি জে বলেন, ধারাবাহিকভাবে বাঘটির ছবি ক্যামেরাবন্দি হওয়ায় আমরা সত্যিই আপ্লুত। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘেদের বসবাসের আদর্শ জায়গা রয়েছে।
  • Link to this news (বর্তমান)