• এসআইআর: আন্দোলন অব্যাহত, অবরোধ ও বিক্ষোভ উত্তরবঙ্গে
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: এসআইআর নিয়ে ক্ষোভের পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার উত্তরবঙ্গে কোথাও পথ অবরোধ, কোথাও মিছিল, আবার কোথাও বিডিও অফিসে বিক্ষোভ দেখান ভোটাররা। শুধু সাধারণ ভোটার বা তৃণমূল কংগ্রেস নয়, এবার আসরে নেমেছে সিপিএমও। এর জেরে শিলিগুড়ি, নকশালবাড়ি, তুফানগঞ্জ, হলদিবাড়ি ও ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও প্রশাসন।এদিন এসআইআই নিয়ে হয়রানির অভিযোগ তুলে শিলিগুড়িতে রাস্তায় নামে সিপিএম। তারা মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। নকশালবাড়ির বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক গৌতম ঘোষ, নকশালবাড়ির এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা। বিক্ষোভকারীরা বলেন, এরপরও হয়রানি না কমলে ২৮ জানুয়ারি বৃহত্তর আন্দোলন করা হবে।এদিন তুফানগঞ্জ-১ ব্লকের দিনহাটা-বলরামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এঁদের অধিকাংশ বলরামপুর-১ পঞ্চায়েতের  বাসিন্দা। তাঁরা দীর্ঘক্ষণ রাস্তাটি অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এসআইআর ও লজিকাল ডিসক্রিপেন্সির নামে নির্বাচন কমিশনের সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এবং ওবিসি সার্টিফিকেট দ্রুত প্রদানের দাবিতে তুফানগঞ্জ মহকুমা শাসক দপ্তরের কাছে স্মারকলিপি দেয় নস্যশেখ উন্নয়ন পর্ষদ।ময়নাগুড়ি ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দু’টি বুথে ২৫০ জনকে শুনানিতে ডাকা হয়েছে। এনিয়েই ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়িতে উত্তেজনা ছড়ায়। বিএলও’কে বুথে আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হলদিবাড়িতেও একই ধরনের আন্দোলন হয়েছে। এখানে এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। তাতে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, তৃণমূলের হলদিবাড়ি ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় উপস্থিত ছিলেন।
  • Link to this news (বর্তমান)