• রান্নার গ্যাসে ভরতুকির নামে ভুয়ো কল, ফাঁকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নিয়মিত গ্যাসের ভরতুকির টাকা ঢোকে না উপভোক্তাদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাইবার প্রতারকরা টাকা হাতানো শুরু করেছে। অভিনব সাইবার প্রতারণা শুরু হয়েছে মুর্শিদাবাদে। শক্তিপুরের এক বাসিন্দার সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারক একটি নম্বর থেকে ফোন করে বলছে, আমি গ্যাস অফিসের প্রতিনিধি। ওই প্রতারক তাঁর অ্যাকাউন্টে গ্যাসের ভরতুকির টাকা জমা হয়েছে কি না, তা জানতে চায়। গ্যাস গ্রাহকের বিশ্বাস অর্জনের জন্য তাঁকে কিছু নথি পাঠায়। এরপর একটি ভিডিও কল করে তাকে তাঁর ফোন পে ব্যালেন্স চেক করতে বলে। সেকথা বিশ্বাস করে তিনি ফোন পে অ্যাপ্লিকেশন খোলেন এবং নির্দেশ অনুযায়ী ওই অ্যাকাউন্টের পিন নম্বর প্রবেশ করান। চারবার পিন নম্বর প্রবেশ করানোর পর তিনি দেখতে পান, দু’টি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে চারটি লেনদেনের মাধ্যমে মোট এক লক্ষ ৬৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি প্রতারণার শিকার হয়েছেন বোঝার পর তিনি সাইবার ক্রাইম পোর্টালে একটি অনলাইন অভিযোগ দায়ের করেন।এভাবে অভিনবভাবে প্রতারণার শিকার হওয়ায় নড়েচড়ে বসেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্ত শুরু করলেও কীভাবে ভিডিওকলের মাধ্যমে এই ফোন-পে থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, তা নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে।সাধারণত গ্রামীণ এলাকায় গ্যাসের ভরতুকি টাকা অ্যাকাউন্টে ঢোকা নিয়ে অনেকরই সমস্যা হয়। আবার কখনও অ্যাকাউন্টে টাকা ঢুকলেও কোনও মেসেজ আসে না। পাসবুক আপলোড করার পর অনেকেই দেখেন ভরতুকির টাকা অনিয়মিত এসেছে। অনেকেই কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করে কোনও অভিযোগ জানাতে পারেন না। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।গত মঙ্গলবার শক্তিপুরের সোমপাড়ার ওই বাসিন্দাকে ফোন করে রীতিমত কাস্টমার কেয়ার থেকে ফোন করা হচ্ছে বলা হয়। তারপর ডকুমেন্ট দেখিয়ে উপভোক্তাদের বোঝানো হয়, তারা গ্যাসের ভরতুকির টাকা পাইয়ে দেওয়ার কাজ করে। যে উপভোক্তা তাদের বিশ্বাস করেন, তাঁরাই প্রতারণার শিকার হচ্ছেন।পুলিশ জানিয়েছে, আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করি। এক্ষেত্রে প্রতারক অভিনব কায়দায় প্রতারণা করেছে। ভিডিও কল করে, কী করে ফোন পের পাসওয়ার্ড জেনে ফেলেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ওই ফোন পেতে যে অ্যাকাউন্টগুলি লিংক করা ছিল, সেগুলি থেকেই প্রতারক টাকা কেটে নিয়েছে।
  • Link to this news (বর্তমান)