• ছেলেমেয়েদের নামে নোটিস আতঙ্কে প্রৌঢ়ার মৃত্যু
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাঁথি: ফের এসআইআর আতঙ্কে কাঁথির দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া এলাকায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম সামসুন বিবি(৫৭)। তিনি বসন্তিয়া পঞ্চায়েতের মক্তব পূর্ব বুথের বাসিন্দা। বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন সামসুন। বাড়ির লোকজন তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, সম্প্রতি তাঁর দুই ছেলে আয়েত খান ও সায়েত খান ও এক অবিবাহিত মেয়ের নামে শুনানির নোটিস এসেছে। পরিবারের দাবি, এরপর থেকে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। সামসুনের দুই ছেলে ও এক মেয়ে বেশিদূর পড়াশোনা না করায় স্কুলের কোনও সার্টিফিকেট নেই। ফলে নোটিস পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। বুধবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমাতে গিয়েছিলেন সামসুন। আচমকা তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে মারা যান।মৃতার পরিবারের এক সদস্য শেখ নুর ইসলাম বলেন, নোটিস পাওয়ার পর আতঙ্কে ছিলেন তিনি। ভোটার তালিকায় নাম উঠবে কি না, তা নিয়ে সারাদিন চিন্তা করতেন। তাই এমন পরিণতি হল।জানা গিয়েছে, শুধু সামসুন বিবি নয়, বসন্তিয়া মক্তবেরই পূর্ব, পশ্চিম ও মধ্য-এই তিনটি বুথ এলাকার ১৪০৬জন গ্রামবাসী এসআইআরে শুনানির নোটিস পেয়েছেন। আচমকা বিপুল সংখ্যক মানুষ নোটিস পাওয়ায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এনিয়ে এলাকায় ক্ষোভের পারদ চড়ছে। এদিকে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান জেলা পরিষদের স্থানীয় সদস্য তথা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে একহাত নেন। তরুণবাবু বলেন, বিজেপি যেনতেন­-প্রকারেণ ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাই এভাবে শুনানির নোটিস দিয়ে হয়রানি করছে। একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে। এরজন্য কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন দায়ী।  আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দিতে তৈরি।বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, যে কোনও মৃত্যই দুঃখজনক। তবে কোথাও বার্ধক্যজনিত কারণে বা অসুস্থ হয়ে কারও মৃত্যু হলেও এসআইআর-এর কারণেই মৃত্যু হয়েছে বলে প্রচার করছে শাসকদল। এভাবে তারা মানুষের মন পাওয়ার চেষ্টা করছে। মানুষ এসব অপপ্রচারে কান দেবে না।
  • Link to this news (বর্তমান)