সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের সীমান্তপল্লি এলাকায় বিশ্বভারতীর প্রাক্তন গবেষক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে সীমান্তপল্লির একটি ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজীবন রামচন্দ্রম(৩৪)। তিনি কেরলের বাসিন্দা। তিনি বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন গবেষক ছিলেন। জানা গিয়েছে, রাজীবনবাবু কয়েক মাস আগে বিশ্বভারতীর কলাভবন থেকে গবেষণার কাজ সম্পূর্ণ করেন। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনার পাশাপাশি ভাস্কর্য ও অন্যান্য শিল্পকলার কাজেও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল বলে জানান কলাভবনের তাঁর জুনিয়র ও পরিচিত মহল। এমনকী তিনি পড়াশোনার সূত্রেই দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের সীমান্তপল্লি এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয়রা জানান, এদিন দুপুর থেকেই তাঁকে কিছুটা চিন্তিত ও বিমর্ষ দেখাচ্ছিল। এরপর রাতের দিকে ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। সেই খবর পেয়ে তাঁর পরিচিত ও স্থানীয়রা এসে রাজীবনবাবুকে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাজীবনবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শান্তিনিকেতনে। তাঁর বন্ধুবান্ধব পরিচিত মহলেও তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুধবার রাতেই পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু, বৃহস্পতিবার সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দেহটি এদিন দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।