• ইসলামপুর থেকে কাতলামারি রাস্তা সংস্কারের উদ্যোগ রাজ্যের,ব্যয় বরাদ্দ ৩৯ কোটি ৫৪ লক্ষ টাকা
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ডোমকল: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ইসলামপুর থেকে কাতলামারি পর্যন্ত প্রায় ১৯কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছিল। তবে এবার ওই রাস্তা সংস্কারে উদ্যোগী হল পূর্তদপ্তর। বুধবার রাস্তা সংস্কারের জন্য প্রায় ৩৯কোটি ৫৪লক্ষ টাকা ব্যয়ে একটি টেন্ডার ডাকা হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকার বাসিন্দারা।জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সাগরপাড়া, নবিপুর, শেখপাড়া, রানিনগর, লোচনপুর, গোয়াস সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন জেলা সদর বহরমপুরে যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। পাশাপাশি রানিনগর-১ ও রানিনগর-২ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরও এই রাস্তার ধারে রয়েছে। বছর দুয়েক ধরে ওই রাস্তাটির পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে গিয়েছিল। এতে যাতায়াতে সমস্যা হচ্ছিল। প্রায়শই দুর্ঘটনা ঘটছিল।সমস্যার কথা মাথায় রেখে গতবছরই রাস্তা সংস্কারের পরিকল্পনা নিয়েছিল পূর্তদপ্তর। প্রায় সাড়ে ৩৯কোটি টাকা ব্যয়ে রাস্তা চওড়া করার পাশাপাশি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। গতবছর মে মাসে জেলায় এসে মুখ্যমন্ত্রী নিজেও সেই কাজের ঘোষণা করেছিলেন। তবে শেষ মুহূর্তে অর্থাভাবে গত বছরের সেপ্টেম্বর মাসে ওই টেন্ডার বাতিল হয়ে যায়। এরপর এতদিন কার্যত জোড়াতালি দিয়েই চলছিল ওই রাস্তা।শেষ পর্যন্ত বাসিন্দাদের দাবি মেনে বুধবার নতুন করে ওই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবারে রাস্তা সংস্কারের জন্য ৩৯ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয় হবে। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল। এবার সত্যিই কাজ শুরু হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন বলেন, গতবছর ওই রাস্তা সংস্কারের বিষয়টি জানার পর থেকেই আমরা আশাবাদী ছিলাম। কিন্তু টেকনিক্যাল কিছু কারণ ও অর্থাভাবে শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। বিষয়টি প্রশাসনিক অধিকারিকদের নজরে আনা হয়। বুধবার পূর্তদপ্তরের তরফে ওই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার প্রকাশিত হয়েছে। ওই রাস্তার কাজ শুরু হতে চলায় আমরা খুশি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)