মেদিনীপুর কলেজ স্কোয়ারে পুজোয় ব্যঙ্গচিত্রে লড়াই বিজেপি ও তৃণমূলের
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে সরস্বতী পুজোতেও ঢুকে পড়ল রাজনৈতিক লড়াই। একদিকে তৃণমূল পপোষিত ক্লাবের সরস্বতী পুজো ও অপরদিকে বিজেপি পোষিত ক্লাবের সরস্বতী পুজো। দু’ পক্ষই ব্যঙ্গচিত্র এঁকে একে অপরকে খোঁচা মারতে চাইছে। একদিকে, ব্যঙ্গচিত্রের মাধ্যমেও এসআইআরকে খোঁচা দিচ্ছে তৃণমূলপন্থী বিভিন্ন ক্লাব। অপরদিকে, মোদি ঝড় ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ ব্যঙ্গচিত্রে তুলে ধরছে গেরুয়াপন্থী ক্লাবগুলি। ছবিটা মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের। ব্যঙ্গচিত্র নিয়েও তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে। জানা গিয়েছে, বৃহস্পতিবারও ব্যঙ্গচিত্রের লড়াই দেখতে ব্যাপক ভিড় দেখা গিয়েছে। মেদিনীপুর কলেজ স্কোয়ার এই ব্যঙ্গচিত্রের জন্যই জনপ্রিয়। পুজোর দিন ২০ থেকে ৩০ হাজার মানুষের সমাগম হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর অ্যারিন্যান্স ক্লাবের পুজোয় ‘অ্যারিন্যান্স পত্রিকা’ লেখা সুবিশাল ব্যানারে ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে। সেই ব্যানারে একদিকে রাজ্যের কর্মসংস্থান ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নিদান রয়েছে। অপরদিকে, এসআইআরের প্রসঙ্গ তুলে লেখা রয়েছে, ১.৫ কোটি রোহিঙ্গা গেল কই? এসআইআরে চূড়ান্ত হেনস্তা সন্ন্যাসীদের! আবার লেখা, যেমন খুশি সাজো প্রতিযোগিতায় মোদি। এমন একাধিক ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে। এই ক্লাবের সভাপতি সুদীপ কর বলেন, আমাদের থিমের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়েছে। এবছর রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্যদিকে, জাগরণ, গরিমা প্রভৃতি ক্লাবের পুজো বিজেপি প্রভাবিত। ‘গরিমার পুজোয় হীরক রানি’ শীর্ষক পুজোর থিম ‘হীরক রানির রাজ্যপাট’। তাতে বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ রয়েছে। থাকছে ‘দুয়ারে মদ’, কাটমানি প্রভৃতি প্রসঙ্গও। ‘অনুন্নয়নের পাঁচালি’ শীর্ষক থিম করছে ‘গরিমা’। জাগরণ ক্লাবে কর্তারা সাম্প্রতিক বিভিন্ন সরকার বিরোধী ঘটনা তুলে ধরেছে। এই ক্লাবের সঙ্গে যুক্ত শুভজিৎ রায় বলেন, রাজ্য সরকারের নানা নেতিবাচক দিক ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অপরদিকে, সম্প্রতি ক্লাবের উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে। তাঁরা এলইডি স্ক্রিনের মাধ্যমে উন্নয়নের নানা দিক তুলে ধরবে। ইতিমধ্যেই তাঁরা সিনেমার কায়দায় বেশকিছু ভিডিও তৈরি করেছে। এই কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মানুষের কাছে সত্য তুলে ধরতে চাই।এই ব্যঙ্গচিত্র নিয়ে জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, এটাই মেদিনীপুরের ঐতিহ্য। এই ব্যঙ্গচিত্র দেখতে সারা জেলার মানুষ আসেন। তৃণমূলের বিষয়ে সবাই সব জানেন।মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, ব্যঙ্গচিত্র নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু যাতে সৃজনশীলতা বজায় থাকে তা দেখতে হবে। এসআইআরে মানুষ কতটা সমস্যায় পড়েছেন, তা মানুষ বুঝছেন।-নিজস্ব চিত্র