• প্রাক্তন স্ত্রীকে ভোজালি কোপানোর অভিযোগ, যুবকের পুলিশি হেপাজত
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বর্ধমান: প্রাক্তন স্ত্রীকে ভোজালি দিয়ে কোপানোয় অভিযুক্ত যুবককে হেপাজতে নিল পুলিশ। গত শনিবার সে বর্ধমান সি‌঩জেএম আদালতে আত্মসমর্পণ করে।  অভিযুক্ত অশোককুমার দাস। ভাতার থানার সেলেন্ডায় তার বাড়ি। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে বৃহস্পতিবার অশোককে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। আত্মসমর্পণের বিষয়টি জানতে পেরে তদন্তকারী অফিসার তাকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রাক্তন স্ত্রীকে ভোজালি দিয়ে কোপানোর কথা স্বীকার করে বলে পুলিশের দাবি। এরপরই তাকে পাঁচদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।জেল হেপাজত থেকে বৃহস্পতিবার অভিযুক্তকে সিজেএম আদালতে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী জামিন চেয়ে সওয়াল করেন। সরকারি আইনজীবী অভিযুক্তকে পুলিশি হেপাজতে নেওয়া কেন প্রয়োজন তা জানিয়ে আদালতে সওয়াল করেন। দু’পক্ষের বক্তব্য শুনে অভিযুক্তকে তিনদিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাখি দাসের সঙ্গে বছর চারেক আগে অশোকের বিয়ে হয়। অশোকের দাদার সঙ্গে রাখির দিদি রুমা দাসের বিয়ে হয়। অশোকের সঙ্গে রাখির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর সে দ্বিতীয় বিয়ে করে। গত ১৮ ডিসেম্বর রাখি তাঁর দিদির বাড়ি সেলেন্ডা গ্রামে বেড়াতে আসেন। সেদিনই বেলা ৩টে নাগাদ পুরনো আক্রোশবশত রাখিকে তাঁর প্রাক্তন স্বামী ভোজালি দিয়ে কোপায়। তাঁর পেটে ও পশ্চাৎদেশে ভোজালি দিয়ে কোপানো হয়। তাতে তিনি গুরুতর জখম হন। ভাতার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে রাখির দিদি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। যদিও সে ধরা পড়েনি। এরপর পুলিশের নজর এড়িয়ে সে আদালতে আত্মসমর্পণ করে।
  • Link to this news (বর্তমান)