সংবাদদাতা, দুর্গাপুর: আমেদাবাদের বিমান দুর্ঘটনার দৃশ্য ফুটে উঠেছে সরস্বতী পুজোর মণ্ডপে। দুর্গাপুরের ৩৫নম্বর ওয়ার্ডে দুবচুরুরিয়া ফুটবল ময়দানে ৩৬ফুট লম্বা বিশাল উড়ন্ত বিমানের মডেল তৈরি করে তাক লাগিয়েছেন আয়োজকরা। ওই বিমান দুর্ঘটনায় যে মেডিকেল কলেজের ক্যান্টিন ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটির আদলে মণ্ডপ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারের সাহায্যে বিমানটিকে শূন্যে ভাসানো হচ্ছে। বিশাল মণ্ডপে প্রতিমা থাকছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের রূপে ‘কিউট সরস্বতী’। বুধবার রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন।দুবচুরুরিয়া ফুটবল ময়দানে প্রায় ২৫বছর ধরে সরস্বতীপুজো হয়ে আসছে। এলাকার কয়েকজন যুবক নিজেরাই থিমের মণ্ডপ গড়ে পুজো করেন। তাঁদের আকর্ষণীয় মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। এবারও পুজো উদ্যোক্তা ছোটন ঘোষ, পল্টু ধীবর, সুমন ধীবর, বিবেক ঘোষ, রাজ রায়, ভোলু চৌধুরী সহ আরও কয়েকজন মিলে দিনরাত এক করে ওই মণ্ডপ গড়েছেন। এতে তাঁদের প্রায় একমাস সময় লেগেছে।ছোটনবাবু বলেন,মাটি থেকে প্রায় ৪০ফুট উচ্চতায় বিমান ভাসমান থাকছে। ৪০ফুট উঁচু ও ৩০ফুট চওড়া মেডিকেল কলেজ ক্যান্টিনের আদলে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপসজ্জায় প্রায় একলক্ষ টাকা খরচ হয়েছে। প্রায় সাড়ে সাতফুট উঁচু প্রতিমা থাকছে। মৃৎশিল্পী সমীর সূত্রধর ওই প্রতিমা তৈরি করেছেন। এই পুজো ঘিরে মেলা বসে। ছ’দিন ধরে পুজো চলে। আয়োজকদের তরফে সরস্বতী পুজোর সময় এলাকার দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হয়।-নিজস্ব চিত্র