• কলকাতায় ৩ হাজার পুলিশ, যাত্রীর হ্যান্ডব্যাগে কড়া নজর বিমানবন্দরে
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি চলবে শহরজুড়ে। কলকাতা বিমানবন্দরও মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট। সাধারণতন্ত্র দিবস সকালে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৩ হাজার পুলিসকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে খবর। নিরাপত্তার জন্য প্রায় ১২৫টি সেক্টরে ভাগ করা হবে এলাকা। ৫০টি নাকা চেকিংয়ের বন্দোবস্ত। শহরের ছোট-বড়ো হোটেলগুলিতে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিস। শহরে ঢোকা ও বেরনোর জায়গাগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। শহরে প্রবেশ করছে যে গাড়িগুলি, সেগুলির দিকে দেওয়া হচ্ছে বাড়তি নজর।অন্যদিকে কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দরে যে নিরাপত্তা বলয় সাধারণত থাকে তা দ্বিগুণ করা হয়েছে। বিমানবন্দর চত্বরে চালু অতিরিক্ত দু’টি স্ক্রিনিং ব্যবস্থা। তার একটি বিমানবন্দরের প্রবেশ পথে। অন্যটি যাত্রীদের বোর্ডিং গেটে প্রবেশের ঠিক আগে। টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশকালে যাত্রীদের স্ক্রিনিংয়ের সময় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের জুতো, বেল্টে চালানো হবে ব্যাপক তল্লাশি। সিআইএসএফ বিশেষ নজর দিয়েছে যাত্রীদের হ্যান্ডব্যাগের দিকে। তা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ে অযথা ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ। ভিজিটর পাস বা দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ সংক্রান্ত ছাড়পত্র বন্ধ। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে যাত্রীদের যেতে হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে আসতে বার্তা দিয়েছে। বিমান সংস্থাগুলির পরামর্শ, প্রায় চারঘণ্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। কারণ নিরাপত্তার মধ্য দিয়ে যেতে প্রত্যেক যাত্রীর প্রায় ২০ মিনিট সময় বেশি লাগবে। সিআইএসএফ মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চালাচ্ছে চিরুনি তল্লাশি। বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকাতে স্থানীয় পুলিশের সঙ্গে নজরদারি চালাচ্ছে সিআইএসএফ। বিমানবন্দরের কর্মীদের ব্যাগও পরীক্ষার হাত থেকে বাদ যাচ্ছে না। কর্মীদের আচরণের দিকে নজর রাখছেন নিরাপত্তা আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)