শীত একটু কমেছে। তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল রাজধানীতে। শুক্রবার সাতসকালে দিল্লি-এনসিআর এলাকায় মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দিল্লি-এনসিআর এবং পাঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর।
নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার। শুক্রবার তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘তিনি ছিলেন নির্ভীক,অবিচল দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে একটি শক্তিশালী ভারত গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।’
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার রেড রোডের মুখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির মূর্তিতে মাল্যদান করার কথা রয়েছে তাঁর।