• ফের ইন্ডিগোর বিমানে বোমা হুমকি, এ বার দিল্লি-পুনে রুটের ফ্লাইটে বোমাতঙ্ক
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • ফের বোমা হুমকি ইন্ডিগোর বিমানে। এ বার এই হুমকি দেওয়া হয় দিল্লি থেকে পুনে-গামী ফ্লাইটে। ওই হুমকি পাওয়ার পরেই তল্লাশি চালানো হয় বিমানে। তবে তাতে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন আধিকারিকরা। এই নিয়ে পাঁচ দিনের মধ্যে দু'বার বোমা হামলার হুমকি পেল ইন্ডিগো এয়ারলাইন্স বিমান।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, এই হুমকি দেওয়া হয় ইন্ডিগোর 6E 2608 নম্বর ফ্লাইটে। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা ৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে ছাড়ে ওই ফ্লাইটটি। রাত্রি ৯টা ২৭ মিনিটে সেটি নামে পুনের বিমানবন্দরে। বিমানটি অবতরন করার পরেই তাতে তল্লাশি চালানো হয়।

    সূত্রের খবর, ওই ফ্লাইটে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়। ফ্লাইটের শৌচালয়ে, টিস্যু পেপারে হাতে লেখা ছিল ওই হুমকি। তা থেকেই বোমাতঙ্ক ছড়ায়। তবে নিরাপদেই পুনেতে নামে ওই ফ্লাইটটি।

    আধিকারিকরা জানিয়েছেন, ফ্লাইটটি পুনেতে নামার পরেই আলাদা একটি বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের নামানোর পরেই তাতে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা। তবে তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

    ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ওই বোমা হামলার হুমকির বিষয়টি জানার পরেই প্রোটোকল মেনে সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়।

    এর আগে গত ১৮ জানুয়ারিও একই রকম হুমকি পেয়েছিল ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে বাগডোগরা-গামী ফ্লাইটে ওই হুমকি দেওয়া হয়। সেই বারও শৌচালয়ের টিস্যু পেপারে ওই হুমকি লেখা পাওয়া গিয়েছিল। তা জানার পরেই তড়িঘড়ি মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হয়। ওই ফ্লাইটিকে নামানো হয় লখনউ বিমানবন্দরে। তাতেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

    কারা কী উদ্দেশ্যে এই বোমাতঙ্ক ছড়াচ্ছেন তা খুঁজে বার করার চেষ্টা করছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)