তামাকসেবীদের জন্য দুঃসংবাদ। এ বার থেকে তামাকজাত পণ্য ছাড়াই ওডিশা যেতে হবে পর্যটকদের। পুরী, ভুবনেশ্বর, কোণারক-সহ সব জায়গাতেই নিষিদ্ধ করা হয়েছে তামাকজাত পণ্যের সেবন। সেখানকার কোনও জায়গাতেই আর পাওয়া যাবে না গুটখা-সহ তামাকজাত পণ্য। কারণে সেখানে তামাক এবং নিকোটিনযুক্ত সব ধরনের পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ওডিশার সরকার।
বুধবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই জানানো হয়েছে, ওডিশায় সিগারেট, বিড়ি, গুটখা, পানের মশলা থেকে শুরু করে তামাক এবং নিকোটিন সব কিছুই নিষিদ্ধ করা হয়েছে। ওডিশার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই রাজ্যে তামাকজাত পণ্যের উৎপাদন, মজুত, পরিবহণ, বিক্রি ও ব্যবহার সব কিছুতেই কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সিগারেট এবং তামাকজাত সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে। এই জাতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক যুক্ত হচ্ছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই দাম বাড়তে চলেছে তামাকজাত পণ্যের। তার আগেই তামাকজাত পণ্যের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল ওডিশার সরকার।
জানিয়ে দেওয়া হয়েছে, পুরীর মতো শহরে এই নিয়ম আরও কড়া ভাবে মানতে হবে। প্রকাশ্যে বা গোপনে, যে কোনও ভাবেই গুটখা, খৈনি, জর্দা, পানের মশলা বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
মোহন মাঝির সরকারের দাবি, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই রাজ্যে গুটখা ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জাতীয় গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এই কথা জানার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রাজ্যকে তামাকমুক্ত করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন ওডিশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গা।
আগেও ওডিশার বিভিন্ন জায়গাতে তামাকজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে স্কুল-কলেজ এবং ধর্মীয় স্থানের আশেপাশের এলাকাতেও সেগুলি বিক্রি করা হচ্ছিল। এ বার তা আর চলবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
এই নিয়ম কার্যকর করতে রাজ্য জুড়ে বিশেষ নজরদারি স্কোয়াড নামানো হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। আইন ভাঙলে জরিমানা ও কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।