• বাগদেবীর আরাধনায় মাতবে দেশ, নেতাজির জন্মজয়ন্তী পালন, আর কোন খবরে নজর?
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পুজোর আয়োজন। জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী পূজিত হবেন মণ্ডপে। সরস্বতী পুজো সংক্রান্ত বিভিন্ন খবরে নজর থাকবে দিনভর।

    দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশে পালিত হবে ‘পরাক্রম দিবস’। ২০২১ সাল থেকে এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজির জন্মজয়ন্তী পালিত হবে দেশের বিভিন্ন জায়গায়। কলকাতায় এই দিন নেতাজির বাড়ি ‘নেতাজি ভবন’-এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নেতাজির জন্মদিনে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ৯টা নাগাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

    দত্তাবাদের স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন। ২৩ জানুয়ারির মধ্যে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। শুক্রবার (২৩ জানুয়ারি) কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা। রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা শুরু হবে সন্ধ্যে সাতটায়। সন্ধ্যে ৬-৩০ মিনিটে হবে টস।

    শুক্রবার (২৩ জানুয়ারি) রঞ্জি ট্রফিতে ছয় নম্বর রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় চোখ রাখতে হবে। একদিকে যখন কল্যাণীতে বাংলা মুখোমুখি হয়েছে সার্ভিসেসের। প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলা ৪ উইকেট হারিয়ে ৩৪০ রান করে ফেলেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৯টায়। এ দিকে পাঞ্জাবের হয়ে খেলছেন শুবমান গিল। তিনি পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ইনিংসে শুবমান শূন্য করে সাজঘরে ফিরেছেন। পাঞ্জাবের দ্বিতীয় ইনিংসে কি ঘুরে দাঁড়াবেন গিল? রাজকোটে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সাড়ে ৯টা থেকে। এ ছাড়াও রবীন্দ্র জাডেজা, সরফরাজ় খানরা নিজেদের দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন।

  • Link to this news (এই সময়)