• স্ত্রীর নামে 'SIR'-হিয়ারিং নোটিসে আত্মঘাতী স্বামী, অবরোধ-ভাঙচুর
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • এই সময়, ইটাহার: স্ত্রীর নামে 'সার' এর নোটিস আসায় আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ইটাহারে। মৃতের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা শুনানিকেন্দ্রে বিক্ষোভদেখানোর পাশাপাশি ভাঙচুর চালান বলে অভিযোগ। শুনানির কর্মীদেরও হেনস্থাও করা হয়। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। পরে স্থানীয় বিধায়কে মোশারফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভকারীরা মৃতদেহ নিয়ে ইটাহার চৌরাস্তা অবরোধ করেন।

    ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মুরালি পুকুর গ্রামের বাসিন্দা চান্দু সরকার (৫১) একজন পরিযায়ী শ্রমিক। তাঁর স্ত্রী জিন্নাতুন বিবির সার-এর শুনানির নোটিস আসে। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে তাঁর শুনানি কেন্দ্রে যাওয়ার কথা ছিল। কিন্তু এ দিন সকালে চান্দুকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ শুরু করেন। পরে বাড়ির কাছে একটি বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তার পরেই স্থানীয়রা ইটাহার হাইস্কুলে শুনানিকেন্দ্রে এসে বিক্ষোভ দেখান। ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত কর্মীদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ।

    কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুনানিপর্ব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন মৃতদেহ নিয়ে চৌরাস্তায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। মৃতের দাদা মুকলেশ সরকার জানিয়েছেন, 'স্ত্রীর নাগরিকত্ব থাকবে না ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিল।'

    বিধায়ক বলেন, 'বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশনের অত্যাচারেই ওই ব্যক্তি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন।' ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, 'শুনানির আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এই অভিযোগে মৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা এ দিন শুনানিকেন্দ্রে বিক্ষোভ দেখায়।'

  • Link to this news (এই সময়)