কিছুদিন আগেই মধ্যপ্রদেশের ভাগীরথপুরায় দূষিত পানীয় জল খেয়ে মৃত্যু হয়েছিল কমপক্ষে সাত জনের। সেই ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে ফের একবার সেই রাজ্যেই দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়লেন ২২ জন। ঘটনাটি ঘটেছে ইন্দোরের মৌয়ের পট্টি বাজার এবং চান্দের মার্গ এলাকায়। অসুস্থ হয়ে পড়া ২২ জনের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যরা বাড়িতেই রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।
সমস্যার সূত্রপাত বৃহস্পতিবার রাত থেকে। জানা যায়, সেই দিন মৌয়ে একই এলাকায় একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ ওঠে, পানীয় জল দূষিত হওয়ার কারণে তাঁরা জলবাহিত রোগে ভুগছেন। গুরুতর অসুস্থ ন’জনকে ভর্তি করানো হয় হাসপাতালে। রাতেই তাঁদের হাসপাতালে দেখতে যান জেলাশাসক শিবম ভার্মা। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানার চেষ্টা করেন তিনি। শুক্রবার সকালে ওই এলাকায় যায় স্বাস্থ্য দপ্তরের একটি টিম। পরিস্থিতির উপরে নজরদারি চালাচ্ছেন তাঁরা। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের একটি টিম এলাকায় গিয়ে জলের নমুনা সার্ভে করছে। সমস্যা ঠিক কোথায়, তা জানার চেষ্টা করা হচ্ছে। মৌয় ক্যানটনমেন্ট বোর্ড এলাকার জলের গুণমান খতিয়ে দেখছে।
ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে জন্মেছে ক্ষোভ। তাঁদের বক্তব্য, প্রশাসনের পানীয় জল সরবরাহের বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। প্রশাসনের কথায়, অসুস্থদের শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়নি। এক-দু’দিনের মধ্যে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত মাসে ইন্দোরের ভাগীরথপুরাতে দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয় তাতে। যদিও মধ্যপ্রদেশ সরকারের তরফে গত ১৫ জানুয়ারি এই প্রসঙ্গে সেই রাজ্যের হাইকোর্টে একটি স্ট্যাটার রিপোর্ট জমা দেওয়া হয় ঘটনাটির প্রেক্ষিতে। সেখানে দাবি করা হয়, সেই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।